কোপার কোয়াটার ফাইনালে আর্জেন্টিনা।
নজরবন্দি ব্যুরোঃ কোপা আমেরিকায় এ বছর শুরুটা একেবারেই ভাল হয়নি লিওনেল মেসির আর্জেন্টিনার । কলম্বিয়ার কাছে প্রথম ম্যাচে ০-২ গোলে হার । এরপর দ্বিতীয় ম্যাচে ১-১ গোলে ড্র । স্বভাবতই চাপ বাড়ছিল আর্জেন্টিনা শিবিরে । তবে লিগের তৃতীয় তথা শেষ ম্যাচে কোনও অঘটন ঘটতে দিলেন না মেসিরা। অতিথি দেশ কাতারকে ২-০ গোল হারিয়ে নকআউটের টিকিট নিশ্চিত করে আর্জেন্তিনা। প্যারাগুয়োর বিরুদ্ধে শেষ ম্যাচে গোল পেয়েছিলেন মেসি।
তবে কাতারের জালে বল জড়াতে পারেননি। পরিচিত দৃষ্টিনন্দন ফুটবল খেলতে ব্যর্থ আর্জেন্তিনাও। তবে টিকে থাকার জন্য বহুকাঙ্খিত জয় তুলে নিতে অসুবিধা হয়নি মেসিদের। ম্যাচ শুরুর ৪ মিনিটের মধ্যেই প্রথম গোলটি করে মার্টিনেজ ।প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থাকার পর ম্যাচের একেবারে শেষভাগে ৮২ মিনিটে গোল পান অ্যাগুয়েরো ৷ মাঝের সময় নিজেরা গোল না করলেও কাতারের ডিফেন্স ছিল জমাট ।

No comments