Header Ads

নতুন নির্দেশ! ভুল করলে শিক্ষকদের ফাইন গুনতে হতে পারে ২৫ হাজার টাকা !

নজরবন্দি ব্যুরোঃ আবার শিক্ষকদের ঘাড়ে নতুন দায়িত্ব দিল রাজ্য সরকার, দায়িত্ব ঠিকঠাক পালন করতে না পারলে এবার দিতে হবে মটা অঙ্কের ফাইন! এমনিতেই একাধিক দাবীতে রাজ্য সরকারের ওপর সুর চড়াচ্ছেন শিক্ষকরা তাঁর ওপর নতুন নির্দেশিকায় যে তাঁরা আবার বিপাকে পড়তে চলেছেন তা বলাই বাহুল্য!
স্কুল সংক্রান্ত যে কোন বিষয়ে এতদিন তথ্য জানার জন্যে আবেদন করতে হত সংশ্লিষ্ট ডিআই কে। ডিআই-ই এতদিন স্কুল সংক্রান্ত বিষয়ে তথ্য সরবরাহ করে এসেছেন কিন্তু সংবাদমাধ্যম সূত্রে খবর এবার বদল হতে চলেছে সেই ব্যাবস্থার! স্কুল সম্পর্কীয় তথ্য জানানোর দায়িত্ব এবার ডিআই দের পরিবর্তে নিতে হবে প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক-কে অথবা তাঁদের অনুপস্থিতিতে সিনিয়ার শিক্ষককে। স্কুল সংক্রান্ত যেকোন তথ্য চেয়ে সরাসরি এবার থেকে প্রধান শিক্ষক-কে আবেদন করতে হবে এবং তিনি বাদ্য থাকবেন ৩০ দিনের মধ্যে উত্তর দিতে।
যদি ৩০ দিনের মধ্যে প্রশ্নকর্তা উত্তর না পান সেক্ষেত্রে তথ্য জানার অধিকার আইনে দিন পিছু সর্বনিম্ন ২০০ টাকা এবং সর্বোচ্চ ২৫ হাজার টাকা ফাইন দিতে হবে প্রধান শিক্ষক বা যার কাছে আবেদন করা হচ্ছে তাঁকে!
এখানেই শেষ নয় সূত্র জানাচ্ছে উত্তর সময়মত না দিলে বা সন্তোষজনক না হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে তথ্য কমিশন তলব করতে পারবে!  স্কুলশিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.