Header Ads

কাটমানিতে জেরবার! ১০০% পাল্টি খেয়ে তৃণমূলের ঘোষণা কর্মীরা ৯৯.৯৯% সৎ।

নজরবন্দি ব্যুরোঃ কাটমানি, এই মুহুর্তে বাংলায় চর্চিত শব্দ। মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই বলেছিলেন তৃণমূল নেতা, যারা কাটমানি নিয়েছেন তাঁদের সেই টাকা ফেরত দিতে হবে জনগন কে। কিন্তু সেই কয়েকটি শব্দ বন্ধনীর ফল যে এতটা ভয়াবহ হবে তা সম্ভবত নিজেও ভাবতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই জেলায় জেলায় সাধারণ মানুষ তৃণমূল নেতাদের বাড়িতে চড়াও হতে শুরু করেছেন। কোথাও চলছে ধমক কোথাও বাড়ি ভাঙচুর! অনেক যায়গায় আবার চাপের মুখে তৃণমূল নেতারা কাটমানি খাওয়ার কতা স্বীকার করে মুচলেখা দিচ্ছেন এলাকাবাসীকে।
কার্যত কেঁচো খুড়তে কেউটে বেরিয়ে যাওয়ার অবস্থা! প্রতিদিন মুখ্যমন্ত্রীর দফতরেও জমা পড়ছে গাদা অভিযোগ। এই অবস্থায় ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা শুরু করল তৃণমূল!
আজ তৃণমূলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল তৃণমূলের নেতা-কর্মীদের ৯৯.৯৯ শতাংশ সৎ ও পরিশ্রমী৷ কাটমানি ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা বলে অভিযোগ তৃণমূলের৷ আজ তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জী এক বিবৃতি দিয়ে জানান তৃণমূলের নেতা-কর্মীদের ৯৯.৯৯ শতাংশ সৎ ও পরিশ্রমি৷ মুখ্যমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিতে হল? সূত্রের খবর জেলায় জেলায় কাটমানি নেওয়া নেতারা বিদ্রোহ ঘোষনা করেছেন দলের বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল নেতার দাবি, "শুধু কি আমাদের দোষ? আমরা তো চুনোপুঁটি!"
দেখুন সেই বিবৃতি...


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.