মেয়াদ শেষের আগেই ইস্তফা রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর বিরল আচার্য্যের।
নজরবন্দি ব্যুরোঃ মেয়াদ শেষ হবার ৬ মাস আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দিলেন রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর বিরল আচার্য্য। তাঁর এই ইস্তফা তে জল্পনা তৈরি হল ওয়াকিবহাল মহলে। সুত্রের খবর অগস্টেই নিউ ইয়র্ক ইউনিভার্সিটি স্টার্ন স্কুল অব বিজনেস-এ ফের যোগদান করছেন তিনি। প্রসঙ্গত উর্জিত প্যাটেলও মেয়াদ শেষ হওয়ার আগেই গতবছর ডিসেম্বরে ইস্তফা দেন।
কেন্দ্রের সঙ্গে বিভিন্ন ইস্যুতে চাপান-উতর হওয়ার কারণে উর্জিত প্যাটেল ইস্তফা দেন বলে জানা যায়। আরবিআইয়ের এগজিকিউটিভ ডিরেক্টর মাইকেল পাত্র এবং অর্থমন্ত্রকের প্রধান উপদেষ্টা সঞ্জীব স্যান্যাল বিরলের জায়গায় ডেপুটি গভর্নর হিসাবে নিয়োগের তালিকায় রয়েছেন।
কেন্দ্রের সঙ্গে বিভিন্ন ইস্যুতে চাপান-উতর হওয়ার কারণে উর্জিত প্যাটেল ইস্তফা দেন বলে জানা যায়। আরবিআইয়ের এগজিকিউটিভ ডিরেক্টর মাইকেল পাত্র এবং অর্থমন্ত্রকের প্রধান উপদেষ্টা সঞ্জীব স্যান্যাল বিরলের জায়গায় ডেপুটি গভর্নর হিসাবে নিয়োগের তালিকায় রয়েছেন।

No comments