Header Ads

কাটমানি ইস্যুতে অশান্তি গোটা রাজ্য জুড়ে, এবার উত্তাল হবে বিধানসভা।

নজরবন্দি ব্যুরো: কাটমানি প্রসঙ্গ নিয়ে বেশ উত্তাল রাজ্য রাজনীতি। সোমবার থেকে রাজ্য বিধানসভার অধিবেশন কাটমানি ইস্যুতে সরগরম হওয়ার সম্ভাবনা। বিরোধী বাম, কংগ্রেস ও বিজেপি এই ইস্যুটি নিয়ে শাসক দল তৃণমূলের উপর শুর চড়াবেন বলে খবর। এনিয়ে মুলতুবি প্রস্তাব আনতে পারে বিরোধীরা।

বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান আগেই বলেছেন, কাটমানি নিয়ে নাটক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কাটমানি খাওয়া যদি সত্যিই বন্ধ করতে চান তাহলে একজন বিচারপতির নেতৃত্বে কমিশন গঠন করুন তিনি। আর তা না হলে চলতি বিধানসভা অধিবেশনের আগামী দিনগুলিতে শাসকের উপর চাপ বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, তৃণমূল নেত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর থেকেই কাটমানি নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি শুরু হয়েছে।
বীরভূম, চন্দননগর, নদীয়ায় তৃণমূল নেতাদের বাড়িতে কাটমানি ফেরত পেতে বিক্ষোভ দেখাচ্ছেন আম-জনতা। এই বিক্ষোভের পিছনে কোথাও কোথাও বিজেপির মদত রয়েছে বলে তৃণমূল নেতৃত্বের একটা অংশ অভিযোগ করছেন।
পরিস্থিতি বেগতিক দেখে রবিবারই অর্থাৎ গতকাল প্রেস বিবৃতি দিয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, তৃণমূলের ৯৯.৯৯ শতাংশ লোকই সৎ। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর বক্তব্য বিকৃত করছে মিডিয়ার একাংশ। দলে ৯৯.৯৯ শতাংশ নেতাই সত্‍ ও পরিশ্রমী।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.