মুখ্যমন্ত্রী ও অভিষেকের সঙ্গে নিঃশব্দে বৈঠক সারলেন প্রশান্ত কিশোর!
নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনে ধাক্কা খেয়ে চাপে তৃণমূল কংগ্রেস। একাধিক তৃণমূলের নেতা নাম লিখিয়েছেন বিজেপিতে। তৃণমূল নেত্রী নিজে মাঠে নেমেও দলের ভাঙন আটকাতে পারেনি। আর এইরকম পরিস্থিতিতে কিছুদিন আগে প্রশান্ত কিশোরকে নাবান্নে ডেকে পাঠান তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
যদিও পরে তৃণমূলকে ২০২১ সালের ভোট বৈতরণী পার করার দায়িত্ব নিয়েছেন প্রশান্ত কিশোর।
আজ, বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সারলেন নির্বাচনী রণনীতিকার। ওই বৈঠকে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ইতিমধ্যেই তৃণমূলকে প্রশান্ত একাধিক পরামর্শ দিয়েছেন বলে খবর। এদিনও বৈঠকে কয়েকটি পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
লোকসভা ভোটের আগে থেকেই বঙ্গে দাপাদাপি বেড়েছিল গেরুয়া শিবিরের। ভোটের ফলপ্রকাশের পর এক-ধাক্কায় বেড়ে গিয়েছে বিজেপির আত্মবিশ্বাস। ১৮টি আসন নিয়ে শাসক দলকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তারা। শুধুমাত্র সেখানেই থামেনি মুকুল-দিলীপ জুটি।
ভাটপাড়া, দার্জিলিংয়ের মতো একের পর এক পুরসভার কাউন্সিলরদের নাম লিখিয়েছেন গেরুয়া শিবিরে। এমনকি দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদেও সংখ্যাগরিষ্ঠ বিজেপি। এমন পরিস্থিতিতে ২০২১ সালের আগে নির্বাচনী কৌশলী প্রশান্ত কিশোরের শরণাপন্ন হন মমতা বন্দ্যোপাধ্যায়। ৬ জুন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রশান্ত। বৃহস্পতিবার ফের নবান্নে এলেন প্রশান্ত কিশোর। মমতা-প্রশান্তের বৈঠকে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তৃণমূলকে বেশ কয়েকটি পরিকল্পনার কথা জানিয়েছে প্রশান্ত কিশোর। তবে তিনি কি পরিকল্পনার কথা জানিয়েছেন তা জানা সম্ভব হয় নি।
যদিও পরে তৃণমূলকে ২০২১ সালের ভোট বৈতরণী পার করার দায়িত্ব নিয়েছেন প্রশান্ত কিশোর।
আজ, বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সারলেন নির্বাচনী রণনীতিকার। ওই বৈঠকে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ইতিমধ্যেই তৃণমূলকে প্রশান্ত একাধিক পরামর্শ দিয়েছেন বলে খবর। এদিনও বৈঠকে কয়েকটি পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
লোকসভা ভোটের আগে থেকেই বঙ্গে দাপাদাপি বেড়েছিল গেরুয়া শিবিরের। ভোটের ফলপ্রকাশের পর এক-ধাক্কায় বেড়ে গিয়েছে বিজেপির আত্মবিশ্বাস। ১৮টি আসন নিয়ে শাসক দলকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তারা। শুধুমাত্র সেখানেই থামেনি মুকুল-দিলীপ জুটি।

No comments