Header Ads

৫ জুলাই বাজেট সরকারি কর্মীদের বেতন বাড়ার সম্ভাবনা!

নজরবন্দি ব্যুরো: দ্বিতীয় বার দেশের ক্ষমতায় আসার পর ৫ জুলাই বাজেট পেশ করতে চলেছে নরেন্দ্র মোদী পরিচালিত কেন্দ্রের সরকার। সপ্তম পে কমিশনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন আদৌও বৃদ্ধি পাবে কিনা বা বৃদ্ধি পেলেও ঠিক কতটা বৃদ্ধি পাবে এখন, তা নিয়ে জল্পনা চলছে সরকারি কর্মচারীদের মধ্যে। কেন্দ্রীয় সরকারি কর্মীরা আশাবাদী যে, এই বাজেটে তাঁদের বেতন অনেকটাই বৃদ্ধি পাবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে হারে বেতন বৃদ্ধি পায়, তা নিয়েও বহুদিন ধরেই ক্ষোভ জমা হচ্ছিল তাঁদের মনে। ভোটের আগে বিএসএনএল কর্মচারীদের ক্ষোভ প্রকাশ্যে আসে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বক্তব্য, নূন্যতম বেতন ১৮,০০০ টাকা  থেকে বাড়িয়ে ২৬,০০০ টাকা করতে হবে। তাঁদের দাবী, নিচুতলার কর্মীদের চেয়ে উঁচুতলার কর্মীদের তার দ্বিগুণ হারে বেতন বৃদ্ধি।
মহার্ঘ ভাতা ৪%‌ থেকে ১৬%‌ পর্যন্ত বৃদ্ধির দাবিও জানিয়েছেন তাঁরা। সব দিক বজায় রেখে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কত শতাংশ বাড়ান যাবে, তা নিয়ে ব্যাঙ্ক, অর্থনীতিবিদ এবং বিভিন্ন অর্থনৈতিক সংস্থার সঙ্গে মিটিংও করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এমন খবর পাওয়া গিয়েছে সূত্র মারফত। আর তাই বেতন বৃদ্ধি নিয়ে আশাবাদী কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.