Header Ads

হিডকো অফিসে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের

নজরবন্দি ব্যুরো: আগাম না জানিয়ে নিউটাউনের যাত্রাগাছির বিজেপি কার্যালয় ভেঙে দেওয়ার অভিযোগ। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ বিজেপির। একই জায়গায় তৃণমূল পার্টি অফিস থাকা সত্ত্বেও কেন তা ভাঙা হল না? প্রশ্ন বিজেপি নেতৃত্বের।
প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে হিডকো অফিল ঘেরাও করে বিজেপি সমর্থকরা। যা ঘিরে কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়ায় নিউটাউনে।

বিজেপির এই কর্মসূচি ঘিরে সকাল থেকেই এদিন হিডকো ভবনের কাছে মোতায়েন ছিল র‍্যাফ ও প্রচুর পুলিশ। নিউটাউনের যাত্রাগাছি থেকে মিছিল করে হিডকো অফিসে যান বিজেপি কর্মীরা।
দিন সাতেক আগে থেকে এই ঝামেলার সূত্রপাত। হিডকো অফিস প্রাঙ্গণেই রয়েছে বিজেপি ও তৃণমূল কার্যালয়।
কর্তৃপক্ষের দাবি, বিজেপি পার্টি অফিসটি বেআইনিভাবে তৈরি। তাই সেটি ভেঙে দেয় পুলিশ। বিজেপির অভিযোগ, একই জায়গায় শাসক দলের পার্টি অফিস রয়েছে। তাদের নির্মাণ অবৈধ হলে তৃণমূল কার্যালয়টি বৈধ হবে কি করে?

যদিও এরপরই তৃণমূল কার্যালয় ভেঙে দেওয়ার জন্য সাতদিন সময় দেয় বিজেপি। এদিনই ছিল সেই সময়সীমার শেষ দিন। তৃণমূলের কার্যালয়টি ভাঙার দাবিতে এদিন হিডকো অফিস ঘেরাও করে তারা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় গেরুয়া কর্মীদের। এতে ভেঙে যায় পুলিশের ব্যারিকেড। আনা হয় জল কামান। পরে বিজেপির এক প্রতিনিধি দল হিডকো ভবনে গিয়ে কর্তৃপক্ষকে ডেপুটেশন দেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.