দাবি মিটল পুলিশের, ২২দিনের অতিরিক্ত বেতন ঘোষণা মুখ্যমন্ত্রীর।
নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগেই ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন পুলিশ কথা শুনছে না! এমনকি সব নজির ভেঙে দিয়ে পুলিশের বিরুদ্ধে গঠিত ধর্নামঞ্চে উপস্থিত হয়ে বক্তব্য পর্যন্ত রাখেন তিনি। এই তিনি আর কেউ নন, রাজ্যে মুখ্য তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!
যাই হোক পুলিশ নিয়ন্ত্রনের চেষ্টাতেই হোক বা মুখ্যমন্ত্রীর কর্তব্যের খাতিরেই হোক আবার কল্পতরু রূপে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় কে। লোকসভা ভোটের পর আজই প্রথমবার বিধানসভায় আসেন তিনি। অধিবেশন চলাকালীন পুলিশের উদ্দেশ্যে জানিয়ে দেন রাজ্যের পুলিশ কর্মীরা সপ্তাহে একদিন মাত্র ছুটি পান অর্থাৎ ৫২ দিন অতিরিক্ত কাজ করতে হয় তাঁদের। এতদিন পুলিশ কর্মীরা ১৩ মাসের বেতন পেতেন বছরে অর্থাৎ ২২ দিনের বেতন কম পেতেন, এবার সেই ২২ দিনের বেতনও পাবেন তাঁরা।
উল্লেখ্য, ৫২ দিন অতিরিক্ত কাজ করে ৩০ দিনের বেতন পাওয়ায় পুলিশ কর্মীদের ব্যাপক ক্ষোভ ছিল, তাঁদের দীর্ঘদিনের দাবী ছিল এই প্রাপ্য ২২ দিনের বেতনের। সেই ক্ষোভ প্রশমন হল এবার বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

No comments