Header Ads

শামি না ভুবি? গেইলদের বিরুদ্ধে কাকে খেলানো উচিৎ? মতামত দিলেন সচিন।

নজরবন্দি ব্যুরোঃ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে পায়ে চোট পেয়েছিলেন ভুবনেশ্বর কুমার। সেই কারণে আফগানিস্তান ম্যাচে প্রথম একাদশে সুযোগ পেয়ে দুরন্ত পারফর্ম করেন শামি। দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্বকাপের মঞ্চে হ্যাট্রিক করেন বঙ্গ পেসার।শামির এই পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে জয়জয়কার। কিন্তু হ্যাট্রিক করলেও শামিকে প্রথম একাদশে দেখতে চান না শচীন তেন্ডুলকর। বরং ভুবনেশ্বর কুমারকেই প্রথম একাদশে দেখতে চান তিনি।
তিনি বলেন ভুবি ফিট থাকলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁকেই খেলানো উচিত টিম ইন্ডিয়ার। কারণ হিসেবে সচিন বলেন, শামির থেকে ভুবির বলে সুইং হয় বেশি। ইংল্যান্ডের মতো পরিবেশে ভুবনেশ্বরের সেই সুইং ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারে বলেই মনে করেন মাস্টার ব্লাস্টার। তাছাড়া ডেথ ওভারে ভুবির ইয়র্কার সামলানো পৃথিবীর যে কোনও ব্যাটসম্যানের কাছে মুশকিলের কারণ বলেও মনে করেন সচিন। সেদিক থেকে মহম্মদ শামি কিছুটা হলেও ভুবনেশ্বর কুমারের থেকে পিছিয়ে এমনটাই মনে করেন সচিন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.