অবসরের পথে ইউনিভার্স বস!
নজরবন্দি ব্যুরোঃ ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলেই অবসর নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস্টোফার হেনরি গেইল। বৃহস্পতিবারই বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ। তবে এই ম্যাচ খেলে অবসর নয়, বিশ্বকাপের পরই ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ফর্ম্যাটের সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।
ভারতের সেই ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজ খেলে অবসর নেবেন বলে জানিয়ে দিলেন ইউনিভার্স বস।ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১০৩টি টেস্ট ম্যাচে গেইল এর ৭ হাজারের বেশি রান রয়েছে। ২৯৪টি ওয়ান ডে খেলে সংগ্রহ ১০,৩৪৫ রান। সেই সঙ্গে ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচে গেইলের নামের পাশে রয়েছে ১৬২৭ রান।


No comments