Header Ads

বেকারত্ব নিয়ে সংসদে আলোচনার দাবি বিরোধীদের!

নজরবন্দি ব্যুরো: সপ্তদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হতে চলেছে সোমবার। তার আগে রবিবার সর্বদলীয় বৈঠক হল সংসদে।
সরকার পক্ষ থেকে ডাকা ওই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব পক্ষের কাছে সুষ্ঠুভাবে অধিবেশন চালাতে দেওয়ার অনুরোধ করেন। এদিনের বৈঠকের পৌরহিত্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন রাজ্যসভায় বিরোধী দলনেতা কংগ্রেসের গুলাম নবি আজাদ, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা, তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও ব্রায়ান-সহ বিরোধীদের একাধিক নেতা। এর পাশাপাশি উপস্থিত ছিলেন সরকার পক্ষের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী।
কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ সংসদে কৃষকদের সমস্যা, বেকারত্ব ও খরা নিয়ে আলোচনার আর্জি রাখেন। একই সঙ্গে তিনি জম্মু-কাশ্মীরে দ্রুত বিধানসভার নির্বাচন করার দাবি জানান।

তৃণমূলের সাংসদ ডেরেক ও ব্রায়ান মহিলা সংরক্ষণ বিল নিয়ে প্রস্তাব রাখেন।
দ্রুত ওই বিল সংসদে পেশ করার দাবি জানান সরকারের কাছে। এই বিল পাস হয়ে গেলে লোকসভা ও বিধানসভায় মহিলা সদস্যের সংখ্যা হতে হবে এক তৃতীয়াংশ। যা দেশের ইতিহাসে একটা রেকর্ড তৈরি হবে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.