Header Ads

এনআরএস কাণ্ডে বিস্ফোরক অভিযোগ করলেন দিলীপ ঘোষ!

নজরবন্দি ব্যুরো: রোগীর আত্মীয়দের মারে গুরুতর আহত এনআরএস হাসপাতালের জুনিয়ার ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়। মাথায়  গুরুতর চোট পাওয়ায় চিকিৎসা চলছে মল্লিকবাজারের ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সে। এখন তিনি বিপদ মুক্ত। আর এই ডাক্তার পেটানোর ঘটনার প্রতিবাদে হসপিটালে কর্মবিরতির ডাক দেয় জুনিয়র চিকিৎসকরা।
আর এর জেরে বিপদে পড়েছেন রোগী ও তাঁদের পরিবারের লোকজন। এবার এই প্রসঙ্গে বলতে গিয়ে গুরুতর অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

'এনআরএস-এর ডাক্তারদের পিটিয়েছে মুখ্যমন্ত্রীর আশ্রিত জামাতের লোক'- ঝাড়গ্রামের সভায় এসে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বাছুরডোবায় আয়োজিত এ দিনের সভায় তাঁর উপস্থিতিতে বাম নেতা অসীম নন্দী-সহ প্রায় ৭০০ কর্মী বিজেপিতে যোগদান করেন। বক্তব্য রাখতে গিয়ে দিলীপ-বাবু বলেন, বিজেপিতে আসুন সম্মানের সঙ্গে বাঁচতে পারবেন।

এর পরে তিনি চাঞ্চল্যকর অভিযোগ করে বলেন, "জঙ্গল মহলের রাজনীতি বোঝেন এখানের বাসিন্দারা, যাদের গায়ে লালমাটি লেগে রয়েছে। পশ্চিমবাংলায় জামাত-সিমির লোকেদের নিয়ে আসছেন দিদি। আমাদের সঙ্গে মারামারি করে পারছেন না উনি।
তাই সিমি, জামাত, আল-কায়েদার উগ্রপন্থীদের নিয়ে এসে বোমা-বন্দুক দিয়ে লড়াই করছেন। আমাদের কর্মীদের খুন করছেন প্রতিদিন। চলতি বছরই খুন হয়েছেন ৫৫ জন। ১৩ সাল থেকে এখন পর্যন্ত  ৬৭ জন। এনআরএস-এ যারা ডাক্তারদের মেরেছে তারাও জামাতের লোক। সন্দেশখালিতে যারা খুন করেছে বিজেপি সমর্থকদের তারাও জামাতের লোক। কলকাতা হাসপাতালে যারা গত বছরও লড়াই করে ভেঙে ছিল তারাও জামাতের লোক। সারা বাংলায় জামাত, সিমি, আল-কায়েদা দাপিয়ে বেড়াচ্ছে এখন।"

যদিও দিলীপ ঘোষের এমন গুরুতর অভিযোগের পরেও তৃণমূলের তরফে পাল্টা প্রতিক্রিয়া এখন পর্যন্ত পাওয়া যায় নি।  

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.