সাহিত্য আকাদেমি পুরস্কার পাচ্ছেন নবনীতা দেবসেন।
নজরবন্দি ব্যুরো: 'প্রথম প্রত্যয়'- প্রকাশিত হওয়ার পরেই তাঁকে নিয়ে ঝড় ওঠে সাহিত্য জগতে। সাহিত্য আকাদেমি পুরষ্কার পেয়েছিলেন আগেই। বাংলা–ইংরেজি সাহিত্য তাঁর লেখা কবিতা, প্রবন্ধ, রম্যরচনায় সমৃদ্ধ হয়েছে বাংলা তথা গোটা দেশ।
এমনকি শিশু–কিশোর সাহিত্যে তাঁর অবদান অনস্বীকার্য। আর এবার সাহিত্যিক নবনীতা দেবসেন শিশু সাহিত্যে অবদানের জন্য এই বছর পেতে চলেছেন সাহিত্য আকাদেমি পুরস্কার।
'জগমোহনবাবুর জগৎ', 'খগেনবাবুর পৃথিবী', 'পলাশপুরের পিকনিক', 'বুদ্ধিবেচার সওদাগর' যথেষ্ট খ্যাতি অর্জন করেছিল। তাঁর ঝুলিতে রয়েছে গল্পগুজব, অন্যান্য গল্প, বসন মামার বাড়ি, মসিয়ে হুলোর হলি ডে, স্বাগত দেবদূত, তিন ভুবনের পারে'র মতোও অসাধারণ কিছু কাব্যগ্রন্থ।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন নবনীতা দেবী। পরে ডিস্টিংশন নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আরও একটি বিষয়ে স্নাতকোত্তর করেন। পিএইচডি'ও করেন। তারপর ফের গবেষণা করেন বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় এবং কেমব্রিজের নিওনহ্যাম কলেজ থেকে।
এমনকি শিশু–কিশোর সাহিত্যে তাঁর অবদান অনস্বীকার্য। আর এবার সাহিত্যিক নবনীতা দেবসেন শিশু সাহিত্যে অবদানের জন্য এই বছর পেতে চলেছেন সাহিত্য আকাদেমি পুরস্কার।
'জগমোহনবাবুর জগৎ', 'খগেনবাবুর পৃথিবী', 'পলাশপুরের পিকনিক', 'বুদ্ধিবেচার সওদাগর' যথেষ্ট খ্যাতি অর্জন করেছিল। তাঁর ঝুলিতে রয়েছে গল্পগুজব, অন্যান্য গল্প, বসন মামার বাড়ি, মসিয়ে হুলোর হলি ডে, স্বাগত দেবদূত, তিন ভুবনের পারে'র মতোও অসাধারণ কিছু কাব্যগ্রন্থ।

No comments