Header Ads

নবান্নে গিয়ে আলোচনা নয়, মুখ্যমন্ত্রীকে আসতে হবে এনআরএস-এ, সাফ জানালো জুনিয়র ডাক্তাররা।

নজরবন্দি ব্যুরোঃ নবান্নে যাচ্ছেন না আন্দোলনকারীদের কোনও প্রতিনিধি। শনিবার দুপুরে জিবি বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন আন্দোলনরত জুনিয়র চিকিত্সধকরা। গত কয়েক দিনে মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলেছেন এবং রাজ্যের বিভিন্ন হাসপাতালে যে ভাবে তাঁদের আক্রমণের শিকার হতে হয়েছে, তাতে নবান্নে গিয়ে আলোচনা করা কতটা নিরপেক্ষ এবং নিরাপদ সে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। স্পষ্ট ভাবে তাঁরা জানিয়ে দিয়েছেন, নবান্নে তাঁদের কোনও প্রতিনিধিই যাচ্ছেন না। এদিন সকালে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি শান্তনু সেন সঙ্গে বেশ কয়েকজন প্রতিনিধিকে নিয়ে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করেন। সেখানে তিনি আর্জি জানান যাতে ইন্টার্ন চিকিত্সিকেরা মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে নবান্নে গিয়ে আলোচনার টেবিলে বসেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.