Header Ads

ভোট পরবর্তী হিংসা ও জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ নিয়ে রাজ্যকে রিপোর্ট তলব স্বরাষ্ট্র মন্ত্রকের

নজরবন্দি ব্যুরোঃ স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ডাক্তারদের বিভিন্ন মহল থেকে চিঠি এসে পৌঁছেছে। সেজন্যই জরুরি ভিত্তিতে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্র। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও রাজ্যকে পরামর্শ দিয়েছে কেন্দ্র। ২০১৬-১৯-এর মধ্যে রাজ্যে রাজনৈতিক হিংসা বেড়েছে বলে অভিযোগ জমা পড়েছে। রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়েও রিপোর্ট তলব করা হয়েছে।
শনিবারের মধ্যেই সেই রিপোর্ট দিতে হবে রাজ্যকে। কি কারণে এই বিক্ষোভ, আর সেই বিক্ষোভ কেন চলছে এতদিন ধরে, সেই সব কারণ জানাতে হবে রাজ্য সরকারকে।প্রসঙ্গত শনিবার ৫দিনে পড়েছে এনআরএসে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ। এর মধ্যে কলকাতা সহ রাজ্যের বহু সরকারি হাসপাতালে ইস্তফা দিয়েছেন চিকিৎসকরা পরিষেবা চিকিৎসা না পেয়ে ফিরতে হচ্ছে রোগীদের। এই পরিস্থিতির জন্য রিপোর্ট তলব করেছেন অমিত শাহের মন্ত্রক।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.