Header Ads

চিকিৎসকদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে সরকারকে: কোর্ট

নজরবন্দি ব্যুরো: রোগীর আত্মীয়দের মারে গুরুতর আহত এনআরএস হাসপাতালের জুনিয়ার ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়। মাথায়  গুরুতর চোট পাওয়ায় চিকিৎসা চলছে মল্লিকবাজারের ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেসে। এখন তিনি মোটামুটি বিপদমুক্ত, তবে কবে থেকে তিনি চিকিৎসার কাজ ফের শুরু করতে পারবেন তা এখনও নিশ্চিত ভাবে জানা যায় নি।
ডাক্তারদের এই কর্মবিরতির জেরে বিপদের মুখে পড়ে গিয়েছেন রাজ্যের অগণিত সাধারণ মানুষ। ডাক্তার-রা পর্যাপ্ত নিরাপত্তার দাবীতে লাগাতার কর্মবিরতিতে সামিল হয়েছেন। এই নিয়ে টানা ৫ দিন চলছে ডাক্তারদের কর্মবিরতি।

এনআরএস হাসপাতালের ঘটনা দুর্ভাগ্যজনক। কিন্তু চিকিৎসকদের মতো মহান, বিশিষ্ট ও সচেতন লোকজন সেই ঘটনার মোকাবিলা এমন ভাবে করতে পারেন না। শুক্রবার একটি জনস্বার্থ মামলায় এমনই পর্যবেক্ষণ করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।

একই সঙ্গে ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, চিকিৎসকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থার দায়িত্ব রাজ্যকে নিতে হবে। প্রধান বিচারপতি ও ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, অসুস্থ মানুষের বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে চিকিৎসকদের উচিত সমস্যা মিটিয়ে ফেলা।
চিকিৎসকদের মনে রাখতে হবে, তাঁরা ডাক্তারি পাশ করার সময় শপথ নিয়েছেন। তার পরে এমন কাজ করা যায় না। ডিভিশন বেঞ্চ এই পর্যবেক্ষণের পরে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে, নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুর জেরে যাবতীয় ঘটনায় কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখন পর্যন্ত, তার একটি সামগ্রিক রিপোর্ট ২১ জুন মামলার পরবর্তী শুনানির সময় আদালতে জামা দিতে হবে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.