Header Ads

নচিকেতার “কাটমানি” গান নিয়ে ফেসবুকে কটাক্ষ শিলাজিতের। কি বললেন তিনি?

নজরবন্দি ব্যুরোঃ নচিকেতার “কাটমানি” নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি তখনই সেই গান নিয়ে মুখ খুললেন আধুনিক বাংলা গানের আরওএক জনপ্রিয় গায়ক শিলাজিত্। শিলাজিত্ এবার মুখ খুলেছেন কাটমানি কাণ্ড নিয়ে। এক ফেসবুক পোস্ট-এ শিলাজিত্ লেখেন “চোখ কান খোলা রেখো ভাই সব।আবার পাল্টি খাচ্ছে ।রাজনৈতিক সুবিধে নিয়ে চলতে থাকা মানুষ গুলো।আবার বদলে ফেলবে নিজেদের স্টান্স। তাতে কিছু এসে যাবে না। মূর্খ জনগন মুরগী হবে ।ডিম পাড়বে। Cut money honey খাওয়া প্রতিভাবান রা এবার অন্য মঞ্চে দাঁড়িয়ে পরবে। ম্যাজিক দেখতে থাকো ।
 বাজার এর দালাল সালা দের চিনতে পারলে চেনো। আমি শুধু বলতে থাকবো যেমন বলেছিলাম। “ঘুম peyeche বাড়ী যা”। যেমন বলেছিলাম “নাগরদোলা দিচ্ছে পাক পাকের তালে ঘুরতে থাক”। ঘুরতে থাক। (যারা যারা কাট মানি র বিরুদ্ধে ।আমি তাদের পক্ষে। এই পোস্ট এর বিরুদ্ধে যারা, তাদের আমি কাট মানির পক্ষে ধরে নিতে বাধ্য হবো। অনাবশ্যক ভাবে কেউ এই পোস্ট এর সঙ্গে যদি কাওকে জড়াতে চায় সেটা তাদের দায়)”। যদিও শিলাজিতের পোস্টটি ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। অনেকের দাবি নচিকেতাকে কটাক্ষ করে শিলাজিত্ এমন বার্তা দিয়েছেন।
 যদিও শিলাজিত্ নিজে এভ বিতর্ক থেকে দূরে থাকতে চাইছেন। পোস্ট-এ একাধিক মন্তব্য ঘিরে শিলাজিত্ জানিয়ে দিয়েছেন, কেবলমাত্র নিজের বক্তব্য জানাতেই তিনি এমন বার্তা দিয়েছেন। এর জন্য কোনও রকমের বিতর্ক তিনি পছন্দ করছেন না।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.