Header Ads

সুব্রত বক্সিকে কালো পতাকা দেখালেন বিজেপি সমর্থকরা! এলাকা ছাড়তে বাধ্য হলেন এই তৃণমূল নেতা

নজরবন্দি ব্যুরো: ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত গোটা রাজ্য। সেখানে বাদ নেই কোচবিহারের শীতলকুচি। এই শীতলকুচিতেই তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি হাজির হয়েছিলেন। কিন্তু তাঁর যাত্রা পথেই বাধা হয়ে দাঁড়ান বিজেপি সমর্থকরা।

রাস্তার উপর বিজেপি কর্মীরা শুয়ে পড়ে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন।
সুব্রত বক্সির উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান ওঠে। দেখানো হয় কালো পতাকাও। পরিস্থিতি মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে। অশান্তি যাতে না ছড়ায় তাই সেখান থেকে ফিরে আসার সিদ্ধান্ত নেন সুব্রত বক্সি। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে, রাজ্যে সন্ত্রাস, নৈরাজ্য বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার দাবিতে এবার রাজ্যজুড়ে গণ-অবস্থানে বসছে প্রদেশ কংগ্রেস।
২৪শে জুন, সোমবার থেকে শুরু হচ্ছে এই বিক্ষোভ কর্মসূচী। প্রতিটা জেলায় মাসব্যাপী এই কর্মসূচী নেওয়া হয়েছে বলে জানিয়েছে কংগ্রেস নেতারা।

নির্বাচন মিটে গেলেও হিংসার ধারাবাহিকতা চলছে গোটা রাজ্য জুড়ে। ভোটের পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় আক্রান্ত হয়েছেন শাসক-বিরোধী উভয় রাজনৈতিক দলের কর্মী-সমর্থকরা। আর এর প্রতিবাদে এই রাজ্যের বিরোধীরা বার বার সরব হয়েছে। এমনকি এই হিংসার দায় মমতার ঘাড়ে চাপিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিজেপি। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.