ছেলের নাম বদলে আফতাব রাখছেন নরেন্দ্র দামোদর দাস মোদীর মা!
নজরবন্দি ব্যুরোঃ দেশের মধ্যে সব থেকে জনপ্রিয় ব্যাক্তিত্ব যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা বলার অপেক্ষা রাখে না। তাই দ্বিতীয়বার মসনদে বসার পর প্রধানমন্ত্রীর নামে সাধ করে ছেলের নাম রেখেছিলেন নরেন্দ্র দামোদর দাস মোদী কিন্তু সমাজের চাপে সেই নাম বদলানোর সিদ্ধান্ত নিলেন মা। ২০১৪ সালের পর ২০১৯ সালেও বিপুল ভোটে জিতে দ্বিতীয় বারের জন্যে ক্ষমতায় এসেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি।
আর দ্বিতীয় বার ক্ষমতায় আসার দিন অর্থাৎ গত ২৩শে মে জন্মনেওয়া এক সদ্যজাত মুসলিম শিশুর নাম নরেন্দ্র দামোদর মোদী রাখেন তাঁর মা। কিন্তু একমাস কাটার পরেই সেই নাম বদলানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নরেন্দ্র দামোদর দাস মোদীর বদলে এখন তাঁর ছের নাম রাখতে চলেছেন আফতাব আলম মহম্মদ মোদী। কিন্তু কেন এমন সিদ্ধান্ত?
শিশু নরেন্দ্র দামোদর মোদীর মা লখনউ এর বাসিন্দা মেহনাজের ব্যাখ্যা ২৩ নয় তাঁর ছেলে জন্মেছে ১২ই মে। কিন্তু এক জ্যাঠতত দাদা সাংবাদিক মুস্তাতাক কে পরামর্শ দিয়েছিল ১২ মে নয় তাঁর ছেলের জন্ম হয়েছে ২৩ শে মে এমনটাই বলতে হবে সকল কে। সেই অনুযায়ী মেহনাজ সবাই কে বলেন জন্ম হয়েছে ২৩শে মে এবং নাম রাখেন নরেন্দ্র দামোদর মোদী। সেই খবর সংবাদমাধ্যমে প্রাকাশিত হয়। বাড়িতে সাংবাদিকদের আনাগোনা শুরু হয়।
কিন্তু একমাস কাটতে না কাটতেই আসল ঘটনা প্রকাশ্যে বেরিয়ে আসে যে জন্ম ২৩ নৈ ১২ই মে তে হয়েছে। এর পরেই সমাজ কার্যত একঘরে করে দিয়েছে তাঁদের। মেহনাজের স্বামী মহম্মদ মুস্তাক আহমেদ দুবাইতে রাজমিস্ত্রির কাজ করেন এবং মাসে ৪০০০ টাকা পাঠান পরিবারের জন্যে। এই ঘটনা শুনে এই মাসে আর টাকা পাঠাননি তিনি। অন্যদিকে মুসলিম ছেলের নাম নরেন্দ্র মোদী রাখায় গ্রামের মাতব্বরদের কোপের মুখে আগেই পড়েছিলেন মেহনাজরা।
এবার আসল ঘটনা বেরিয়ে যাওয়ার পর তাঁরা ফরমান দিয়েছেন ছের নাম দিতে হবে মুসলিম নামেই। তাই মেহনাজ নাম পরিবর্তনের আবেদন করেছেন জেলার ডিএম এর কাছে।
উল্লেখ্য, মেহনাজ জানিয়েছেন তাঁর জ্যাঠতত দাদা তাঁকে শিখিয়ে দিয়েছিলেন মিডিয়াকে বলতে হবে ছেলে জন্মেছে ২৩শে মে তাই প্রধানমন্ত্রীর নামে নামকরন, তিনি শুধু সেটাই করেছিলেন!!
আর দ্বিতীয় বার ক্ষমতায় আসার দিন অর্থাৎ গত ২৩শে মে জন্মনেওয়া এক সদ্যজাত মুসলিম শিশুর নাম নরেন্দ্র দামোদর মোদী রাখেন তাঁর মা। কিন্তু একমাস কাটার পরেই সেই নাম বদলানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নরেন্দ্র দামোদর দাস মোদীর বদলে এখন তাঁর ছের নাম রাখতে চলেছেন আফতাব আলম মহম্মদ মোদী। কিন্তু কেন এমন সিদ্ধান্ত?
শিশু নরেন্দ্র দামোদর মোদীর মা লখনউ এর বাসিন্দা মেহনাজের ব্যাখ্যা ২৩ নয় তাঁর ছেলে জন্মেছে ১২ই মে। কিন্তু এক জ্যাঠতত দাদা সাংবাদিক মুস্তাতাক কে পরামর্শ দিয়েছিল ১২ মে নয় তাঁর ছেলের জন্ম হয়েছে ২৩ শে মে এমনটাই বলতে হবে সকল কে। সেই অনুযায়ী মেহনাজ সবাই কে বলেন জন্ম হয়েছে ২৩শে মে এবং নাম রাখেন নরেন্দ্র দামোদর মোদী। সেই খবর সংবাদমাধ্যমে প্রাকাশিত হয়। বাড়িতে সাংবাদিকদের আনাগোনা শুরু হয়।
উল্লেখ্য, মেহনাজ জানিয়েছেন তাঁর জ্যাঠতত দাদা তাঁকে শিখিয়ে দিয়েছিলেন মিডিয়াকে বলতে হবে ছেলে জন্মেছে ২৩শে মে তাই প্রধানমন্ত্রীর নামে নামকরন, তিনি শুধু সেটাই করেছিলেন!!
Loading...
কোন মন্তব্য নেই