Header Ads

পাকিস্তানের আকাশে নিষেধাজ্ঞা, ৪ মাসে ৭২০ কোটি লোকসান এয়ার ইন্ডিয়ার!

নজরবন্দি ব্যুরোঃ চার মাসে এয়ার ইন্ডিয়ার লোকসানের পরিমাণ দাঁড়াল ৭২০ কোটি টাকা অর্থাৎ দৈনিক প্রায় ৬ কোটি টাকা। কিন্তু কেন এই লোকসান? এর নেপথ্যে রয়েছে পাকিস্তান। প্রায় ৪ মাস আগে নিজেদের দেশের পূর্বসীমার আকাশ ব্যবহারে ভারতের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল পাকিস্তান যে নিষেধাজ্ঞার সময়সীমা গত বৃহস্পতিবার তারা বাড়িয়ে করেছে আগামী ১২ই জুলাই পর্যন্ত।
এই আকাশ সীমায় নিষেধাজ্ঞার জেরে এয়ার ইন্ডিয়ার দৈনিক লোকসানের পরিমান প্রায় ৬ কোটি টাকা। পাকিস্তানের আকাশ ব্যাবহার করতে না পেরে ভারতের বিমান কে যেতে হচ্ছে ঘুরপথে যার ফলে খরচ হচ্ছে অগাধ।
এয়ার ইন্ডিয়া আন্তর্জাতিক বিমান পরিবহণ সংগঠন আইএটিএ-র কাছে সাহায্য চেয়ে আবেদন জানাতে চলেছে যাতে এই নিষেধাজ্ঞা তুলে নেয় পাকিস্তান। জানা গেছে আইএটিএ পাকিস্থান এবং ভারতের সাথে বৈঠক করতে পারে এই ব্যাপারে।
এয়ার ইন্ডিয়ার এক আধিকারিক জানিয়েছেন "এখন প্রতিদিন যে পরিমাণ লোকসান হচ্ছে, তা আমাদের সংস্থার সমস্ত কর্মীর দৈনিক আয়ের থেকেও বেশি। এই কারণটিকে সামনে রেখেই আমরা আইএটিএ-র কাছে সাহায্য চেয়েছি। আমরা যদি বেসরকারি বিমান সংস্থা হতাম, তা হলে দৈনিক ৬ কোটি টাকা লোকসানে ফলে এতদিনে ডুবে যেতাম।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.