Header Ads

বলিউডে মাত্র ৫ বছরেই নিজের কেরিয়ারের ইতি টানলেন দঙ্গল কন্যা জায়রা!

নজরবন্দি ব্যুরোঃ নিজের ইনস্টাগ্রামে সাড়ে পাঁচ পাতার একটি পোস্টে অভিনয় থেকে নিজেকে বিচ্ছিন্ন করার কথা ঘোষণা করলেন দঙ্গল কন্যা জায়রা ওয়াসিম । ২০১৬ সালে আমির খানের সঙ্গে 'দঙ্গল' ছবিতে অভিনয় করেন জায়রা ওয়াসিম।এটাই ছিল তাঁর ডেবিউ ফিল্ম। এত কম বয়সে তাঁর অভিনয় দক্ষতা অত্যন্ত প্রশংসিত হয়। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড-ন্যাশনাল চাইল্ড অ্যাওয়ার্ড ফর একসেপশনাল অ্যাচিভমেন্ট পেয়েছেন জায়রা। নিজের ইনস্টাগ্রামে জায়রা বলেছেন নিজের কর্মক্ষেত্র বা নতুন পরিচিতি নিয়ে তিনি একেবারেই খুশি ছিলেন না।
 নিজেকে ভিন্ন ব্যক্তিত্ব বলে প্রতীত হচ্ছিল তাঁর। যদিও এই জগত তাঁকে অনেক ভালোবাসা নতুন পরিচিত এবং প্রশংসা দিয়েছে কিন্তু এই জগতই ধীরে ধীরে তাঁর বিশ্বাসের পথ থেকে সরিয়ে অজ্ঞতার রাস্তায় নিয়ে যাচ্ছিল। নিজের মনের সঙ্গে কয়েকশো বার সংঘর্ষ করে এবং ঈশ্বরের উপর বিশ্বাস রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন জায়রা।প্রসঙ্গত রবিবার ১৮ বছরের এই কাশ্মীরী অভিনেত্রী বলিউডে তাঁর কেরিয়ারের পাঁচ বছর পূর্ণ করলেন। আর এদিনই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ছবির জগতের সঙ্গে নিজের সব সম্পর্ক ছিন্ন করার খবর নিজেই দিয়েছেন জায়রা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.