Header Ads

ব্যান্ডেলে খুনের পিছনে তৃণমূলের হাত? প্রশ্ন রাজনৈতিক মহলে

নজরবন্দি ব্যুরো: শনিবার সকালে গুলিতে খুন হন এলাকার পঞ্চায়েত প্রধানের স্বামী তৃণমূল নেতা দিলীপ রাম। তারি প্রতিবাদে তৃণমূলের ডাকা বনধে এদিন থমথমে গোটা ব্যান্ডেল, চুঁচুড়া এলাকা। এদিন পোস্ট মর্টেমের পর শবদেহের ওপর পতাকা দিতে বাধা দেন এলাকার বাসিন্দারা। এমন কী গাড়িতেও পতাকা লাগাতে বাধা দেন তাঁরা।
সূত্রের খবর অনুযায়ী, স্থানীয় অনেকের অভিযোগ খুনের পিছনে থাকতে পারে তৃণমূলের হাত।

দলের নেতা খুনের প্রতিবাদে চুঁচুড়ায় বনধের ডাক দিয়েছিল তৃণমূল। এর ফলে থমথমে ছিল গোটা এলাকা। বিধায়ক তপন মজুমদার অনুগামীদের সঙ্গে নিয়ে হাজির হয়ে ছিলেন চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে। সূত্রের খবর অনুযায়ী, পোস্ট মর্টেম শেষ হওয়ার পর আর পাওয়া যায়নি স্থানীয় তৃণমূল নেতাদের।

পোস্ট মর্টেম হওয়ার পর দেহ তুলে দেওয়ার হয়েছিল দিলীপ রামের পরিবারের হাতে।
সেই সময় দেহের ওপর পতাকা দিয়ে ঢেকে দিতে চেয়েছিল তৃণমূল। গাড়িতে তৃণমূলের পতাকা দিতেও চাওয়া হয়েছিল। দু-টিতেই বিরোধিতা করেন ওখানকার বাসিন্দারা। অভিযোগ, খুনের ঘটনার পিছনে তৃণমূলের যুক্ত থাকা অসম্ভব কিছু নয়। স্থানীয় বাসিন্দারা দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
বিজেপি সূত্রে খবর, দিলীপ রাম বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছিলেন।  সেই জন্যই কি এই খুন? প্রশ্ন উঠছে।
ক 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.