Header Ads

দিনহাটায় 'নীরব দর্শক' পুলিশের সামনেই উদয়ন গুহর গাড়ি ভাঙচুর, বিপাকে তৃণমূল।

নজরবন্দি ব্যুরোঃ একদা তিনি ছিলেন দোর্দণ্ডপ্রতাপ বামপন্থী নেতা, সময় বদলানোর সাথে সাথে নিজেকে বদলে এখন তিনি তৃণমূলের নেতা। তিনি কোচবিহার জেলার দিনহাটা বিধানসভার বিধায়ক উদয়ন গুহ। ব্যাপক গোষ্ঠীদ্বন্দ আর বিজেপির বাড় বাড়ন্তে এমনিতেই কোচবিহারে বিপর্যয়ের মুখে রয়েছে তৃণমূল তাঁর ওপর আজ অভিযোগ সামনে এল পুলিশের সামনেই বিধায়ক কে হেনস্থা করার।

আজ সকালে স্থানীয় পঞ্চায়েত সদস্যদের নিয়ে বৈঠক করার উদ্দেশ্যে বেরিয়েছিলেন উদয়ন গুহ, তিনি যাচ্ছিলেন  দিনহাটার নয়ারহাট এলাকা দিয়ে। অভিযোগ রাস্তার মাঝখানে তাঁর গাড়ি দাঁড় করিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি সমর্থকরা। কালো পতাকা দেখানো হয় তাকে। এই বিক্ষোভ সামাল দেওয়ার আগেই তাঁর গাড়ি লক্ষ করে ইট ছুঁড়তে শুরু করে বিজেপি সমর্থকরা।
গাড়ির কাঁচ ভেঙে যায় উদয়ন গুহর। তিনি গাড়ি থেকে নেমে হেঁটে নিজের গন্তব্যে পৌঁছান।
উদয়ন বাবুর আরও অভিযোগ ঝামেলার শুরুতে পুলিশ উপস্থিত থাকলেও তাঁদের কোন সক্রিয়তা দেখতে পাননি তিনি। পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করেছে। উদয়নের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতিরাই এই ঘটনা ঘটিয়েছে।
উল্লেখ্য, কিছুদিন আগেই সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কোচবিহারের মাথাভাঙায় যাওয়ার চেষ্টা করেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রতিমা মণ্ডল এবং মালা রায় কিন্তু প্রবল বিক্ষোভের মুখে পিছু হঠতে হয় তাঁদের। একই দশা হয় তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সির-ও। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.