Header Ads

'এক্সপায়ারি মুখ্যমন্ত্রী' বলে তৃণমূল নেত্রীকে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের!

নজরবন্দি ব্যুরো: লোকসভা ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'এক্সপায়ারি পিএম' বলে কটাক্ষ করেছিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুখ্যমন্ত্রীর সেই প্রসঙ্গ উল্লেখ করে সমালোচনায় বিদ্ধ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বাংলার মুখ্যমন্ত্রীকে 'এক্সপায়ারি সিএম' বললেন সাংসদ দিলীপ ঘোষ।
এবারের লোকসভা নির্বাচনে ৪২-এ ৪২-এর ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী।
অপরদিকে বাংলা জয়ের লক্ষ্যে বিভোর মোদী-শাহ জুটি। ঘনঘন আসছেন রাজ্যে প্রচার সভা করতে। তুলে ধরছেন কেন্দ্রীয় সামাজিক উন্নয়ন প্রকল্পের সুবিধা থেকে বঙ্গবাসীর বঞ্চিত হওয়ার কারণ। তখনই বাংলার মুখ্যমন্ত্রীকে স্পিড ব্রেকার বলে সরব হন প্রধানমন্ত্রী মোদী।
পাল্টা মোদীকে আক্রমণ করতে ভোলেন নি তৃণমূল নেত্রী। স্পিড ব্রেকারের বদলা 'এক্সপায়ারি পিএম' বলে কটাক্ষ ছুঁড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী শক্তি জোটের ক্ষমতায় আসার ব্যাপারে তখন আত্মবিশ্বাসের চূড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, দেশজুড়ে ভোট বাক্সে জয় পেয়েছে বিজেপি। বাংলাতেও তার রেশ। ২ থেকে বেড়ে গেরুয়া ব্রিগেডের আসন পৌঁছেছে ১৮তে। রাজ্যের ২০টি লোকসভায় দ্বিতীয় স্থানে তারা। তাতেই ২১ জয়ের স্বপ্ন দেখছে বিজেপি নেতৃত্ব।

লোকসভার সঙ্গেই রাজ্যের আটটি বিধানসভাতে হয়েছে উপনির্বাচন।
সেখানেও চারটিতে জয় বিজেপির। তৃণমূলের ঘাড়ে নিশ্বাস ফেলছে পদ্ম শিবির। রবিবার হাওড়ার শরৎ সদনে মধ্য হাওড়া বিধানসভার কর্মী সম্মেলনে বিজেপির এই সাফল্যের কথা তুলে ধরেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই তিনি মুখ্যমন্ত্রী ও রাজ্যের শাসক দলের বিরোধিতায় সরব হন।
দিলীপ ঘোষ বলেন, " রাজ্যে এখন বোমা, বন্দুক, গুলি প্রকাশ্যেই চলছে। সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই প্রশাসনের উপরে। যারা দুষ্কৃতকারী তাদের উপরেও সরকারের বা পুলিশের কোনও নিয়ন্ত্রণ নেই। যেভাবে মৃত্যু রোজ ঘটছে তাতে এই প্রশাসন কতদিন টিকবে তা বলা মুশকিল।" তিনি আরও বলেন, "প্রথম মোদী সরকার সংখ্যাগরিষ্ঠ ছিল। কিন্তু তাতেও মুখ্যমন্ত্রী বলেছিলেন এক্সপায়ারি প্রধানমন্ত্রী। বাংলায় ভোটের ফল তো বলছে মানুষের ওনার উপর আর আস্থা নেই। তাই আমি বলি, মমতা বন্দ্যোপাধ্যায় 'এক্সপায়ারি মুখ্যমন্ত্রী'।  
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.