Header Ads

এবার রাজ্যের পৌরভবন গুলিতে গেরুয়া রং লাগতে চলেছে, জানালেন মুকুল-কৈলাস

নজরবন্দি ব্যুরো: এবারের লোকসভা নির্বাচনে বঙ্গে বড় রকমের সাফল্য পেয়েছে বিজেপি। ১৮ টি লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছে গেরুয়া শিবির। আর এর পর থেকে রাজ্যে তৃণমূলের ভাঙন আরও স্পষ্ট হয়েছে।
একাধিক নিতা , বিধায়ক থেকে শুরু করে বহু তৃণমূল সমর্থক নাম লিখিয়েছেন বিজেপিতে।
বাংলার অধিকাংশ পুরসভাই এখন বিজেপির দখলে। পরিসংখ্যান হাতে নিয়ে দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায়। দিল্লিতে বিজেপির সদর দফতরে বসে মঙ্গলবার মুকুল রায় যা হিসাব দিলেন, তার ভিত্তিতে তিনি দাবি করছেন - খুব তাড়াতাড়ি রাজ্যের বিভিন্ন প্রান্তের পৌরভবনগুলিতে গেরুয়া রংয়ের প্রলেপ লাগতে চলেছে।
মুকুল রায়ের পাশে বসে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় সম্মতি সূচক ঘাড় নেড়েছেন।

বিজেপি নেতা মুকুল রায়ের মতে, ১২২টি পুরসভা এবং ৬টি পৌরনিগমের মধ্যে লোকসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে ১০১টি পুরসভাতে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। ৪টি পৌরনিগমেও এগিয়ে রয়েছে বিজেপি। ওই পুরসভা এবং পৌরনিগমগুলির কাউন্সিলাররা দল এবং রং পরিবর্তন করতে তৈরি। কৈলাস বিজয়বর্গীয় মনে করেছেন, ওই পুরসভাগুলির দেওয়ালের রংও বদল হতে চলেছে। এর থেকে পরিষ্কার, রাজ্যে তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিক পরিবেশ তৈরি করেছে দীর্ঘ ৮ বছর ধরে, তার ধারাবাহিকতা যে আরও কিছু বছর চলবে তা আর বলার অপেক্ষা রাখেনা। 

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.