Header Ads

এটিকে-তে নতুন স্টাইকার রয় কৃষ্ণা।

নজরবন্দি ব্যুরোঃ সবাই কে চমক দিল আইএসএলে কলকাতার দল এটিকে। অস্ট্রেলিয়া লিগের সর্বোচ্চ গোলদাতা রয় কৃষ্ণাকে সই করাল কলকাতা ফ্র্যাঞ্চাইজি।এ-লিগের সেরা ফুটবলারও নির্বাচিত হন ২৭ ম্যাচে ১৯টি গোল করা এই স্টাইকার। কোরিয়ার লিগে অফার থাকলেও শেষ পর্যন্ত তিনি নাম লেখালেন কোলকাতার দলে।

আইএসএলে কলকাতা দলে যোগ দেওয়ার পর কৃষ্ণা লেখেন, ১৪০ বছর আগে তাঁর পূর্বপুরুষরা কলকাতা ছেড়ে ফিজিতে চলে গিয়েছিলেন। এবার নতুন চ্যালেঞ্জ নিয়ে সেই শহরেই ফিরছেন রয় কৃষ্ণা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.