মোদীর নামে মসজিদ? আসল ঘটনা কি জানেন?
নজরবন্দি ব্যুরোঃ মোদী হাওয়ায় মসজিদও নাম বদলে ফেলেছে! সোশ্যাল মিডিয়ায় খবর রটেছে মসজিদও নাম বদলে মোদীর নামে রাখছে। বেঙ্গালুরুর তাসকের টাউনের সেই মোদি মসজিদ নিয়ে গুজবে চোখ মেলা দায় সোশ্যাল মিডিয়ায়। মোদী দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই নাকি এমনটা হয়েছে।কিন্তু আসল ঘটনা টা কি? মসজিদের ইমাম গুলাম রাব্বানি জানান আসল ঘটনা।
তিনি জানান, শুধু একটাই না, বেঙ্গালুরুতে আরও দুটো মোদি মসজিদ আছে। ১৮৪৯ খ্রিষ্টাব্দে মোদি আব্দুল গফুর নামে এক ব্যবসায়ী এই মসজিদটি নির্মাণ করেছিলেন। পরবর্তীকালে আব্দুল গফুরের পরিবার বাকি দুটো মোদি মসজিদ নির্মাণ করেছিল। ২০১৫ সালে এই মসজিদকে ভেঙে নতুন করে নির্মাণের কাজ শুরু হয় এবং গত মাসে নরেন্দ্র মোদী দ্বিতীয় বার শপথ নেওয়ার সময় ওই মসজিদের পুনঃনির্মাণ কাজ শেষ হয়। সেই কারণেই মোদি ভক্তরা এরকম একটা গুজব ছড়িয়ে দেয় সোশ্যাল মিডিয়ায়।

No comments