"আমাকে মাত্র চার ঘণ্টা সময় দিক, আমি পরিস্থিতি সামলে দেব:" ভাটপাড়া কাণ্ডে বিস্ফোরক অর্জুন
নজরবন্দি ব্যুরো: প্রশাসন না পারলে আমাকে দায়িত্ব দিক! ভাটপাড়া কাণ্ডে এভাবেই হুঁশিয়ারি দিলেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। প্রশাসনের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে এলাকার দোর্দণ্ডপ্রতাপ এই বিজেপি নেতা বলেন, "আমাকে মাত্র চার ঘণ্টা সময় দিক, আমি পরিস্থিতি সামলে দেব।"
দুই স্থানীয় যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার থেকে ফের নতুন করে উত্তেজনা ছড়ায় ভাটপাড়া-কাঁকিনাড়া এলাকায়।
স্থানীয়দের অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে এলাকার ১৭ বছরের বাসিন্দা রামবাবু সাউ, বছর চল্লিশের ধরমবীর সাউয়ের। যদিও পুলিশ তাদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ মানতে নারাজ।তাদের কথা অনুসারে, তারা গুলি চালিয়েছে এটা ঠিক, তবে সেটা শূন্যে। যদিও বিজেপির তরফে দাবি করা হয়েছে, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে দুই জনের। আর এই ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠেছে এলাকার পরিস্থিতি।
এমনকি, রবিবারও থমথমে রয়েছে ভাটপাড়া চত্বর। এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে এদিন সকালেই স্থানীয় পুলিশ প্রশাসন ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং। ওই বৈঠকে সকল পক্ষকে সবরকম ভাবে এলাকায় শান্তি ফেরানোর আবেদন জানান হয়।
এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে যাতে কোনওভাবে গুজব না ছড়ায়, সেই বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বারাকপুরের পুলিশ কমিশনারের দায়িত্ব নিয়ে শনিবার থেকেই এরিয়া ডমিনেশনের কাজ শুরু করেন মনোজ ভার্মা। সাধারণ মানুষের মনোবল বাড়াতে উত্তেজনা-প্রবণ এলাকার বাড়ি বাড়ি গিয়ে কথা বলেন তিনি। তিনি আশ্বাস দেন, সোমবার থেকে এলাকার স্কুল খুলে যাবে এবং এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
দুই স্থানীয় যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার থেকে ফের নতুন করে উত্তেজনা ছড়ায় ভাটপাড়া-কাঁকিনাড়া এলাকায়।
স্থানীয়দের অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে এলাকার ১৭ বছরের বাসিন্দা রামবাবু সাউ, বছর চল্লিশের ধরমবীর সাউয়ের। যদিও পুলিশ তাদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ মানতে নারাজ।তাদের কথা অনুসারে, তারা গুলি চালিয়েছে এটা ঠিক, তবে সেটা শূন্যে। যদিও বিজেপির তরফে দাবি করা হয়েছে, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে দুই জনের। আর এই ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠেছে এলাকার পরিস্থিতি।
এমনকি, রবিবারও থমথমে রয়েছে ভাটপাড়া চত্বর। এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে এদিন সকালেই স্থানীয় পুলিশ প্রশাসন ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং। ওই বৈঠকে সকল পক্ষকে সবরকম ভাবে এলাকায় শান্তি ফেরানোর আবেদন জানান হয়।
বারাকপুরের পুলিশ কমিশনারের দায়িত্ব নিয়ে শনিবার থেকেই এরিয়া ডমিনেশনের কাজ শুরু করেন মনোজ ভার্মা। সাধারণ মানুষের মনোবল বাড়াতে উত্তেজনা-প্রবণ এলাকার বাড়ি বাড়ি গিয়ে কথা বলেন তিনি। তিনি আশ্বাস দেন, সোমবার থেকে এলাকার স্কুল খুলে যাবে এবং এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

No comments