Header Ads

ভাটপাড়া–কাঁকিনাড়ায় র‌্যাফ, পুলিশের টহল! আজও বন্ধ দোকানপাট

নজরবন্দি ব্যুরো: গণ্ডগোলের তিন দিন পরেও এখনও আতঙ্ক ভাটপাড়া–কাঁকিনাড়া অঞ্চলে। পরিস্থিতি সামাল দিতে পুরো এলাকাজুড়ে মোতায়েন রয়েছে র‌্যাফ এবং পুলিশবাহিনী। প্রতিটি রাস্তার মোড়ে চলছে র‌্যাফ এবং পুলিশের টহলদারি। মানুষের আস্থা ফেরাতেই এই টহলদারি বলে জানা গিয়েছে। রবিবারও এলাকায় জারি রয়েছে ১৪৪ ধারা।
বৃহস্পতিবার গণ্ডগোলের দিন থেকেই বন্ধ হয়ে রয়েছে কাঁকিনাড়া বাজার। রবিবার ছুটির দিনও খোলেনি দোকানপাট। বাস চলাচল বন্ধ আছে। হাতে গোণা কয়েকটি অটো, টোটো ছাড়া আপাতত পরিবহন পরিষেবা ভাটপাড়া–ঘোষপাড়া–কাঁকিনাড়ায় সম্পূর্ণ অচল।
শনিবার বিজেপির সংসদীয় দল চলে যাওয়ার পরই ১৪৪ ধারার মধ্যেই রণক্ষেত্র হয়ে উঠেছিল ভাটপাড়া।
পুলিশকে লক্ষ্য করে ইট-বৃষ্টি করে স্থানীয় লোকজন। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দিতে। ধ্বস্তাধস্তিতে জখম হয়েছিলেন দুই ব্যক্তি। তার মধ্যে একজনের মাথা ফেটে যায়। তাঁকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.