রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে সাহায্যে করবে সরকার।
নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে নির্বাচন পরবর্তী হিংসা বিধ্বস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল প্রশাসন। প্রত্যেক পরিবারকে আর্থিক সাহায্য দানের কথা ঘোষণা করল নবান্ন। নবান্ন সূত্রে খবর, রাজনৈতিক হিংসায় নিহতদের প্রত্যেকের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হবে রাজ্যের কোষাগার থেকে।প্রশাসনিক স্তরে এই তালিকা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে।
কোথায় রাজনৈতিক হিংসার বলি হয়েছে ক'টি পরিবার, জেলা প্রশাসনের কাছে তার বিস্তারিত তথ্য নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। রাজনৈতিক দলমত নির্বিশেষে তাঁরা প্রত্যেকেই আর্থিক সাহায্য পাবেন। এরপর পরিস্থিতি বিবেচনা করে চাকরি বা অন্য কোনও সাহায্য করা যেতে পারে।
কোথায় রাজনৈতিক হিংসার বলি হয়েছে ক'টি পরিবার, জেলা প্রশাসনের কাছে তার বিস্তারিত তথ্য নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। রাজনৈতিক দলমত নির্বিশেষে তাঁরা প্রত্যেকেই আর্থিক সাহায্য পাবেন। এরপর পরিস্থিতি বিবেচনা করে চাকরি বা অন্য কোনও সাহায্য করা যেতে পারে।

No comments