Header Ads

সংখ্যালঘুদের বোড়ে হিসেবে ব্যবহার করছে তৃণমূল: বিস্ফোরক দিলীপ ঘোষ

নজরবন্দি ব্যুরো: রাজ্যের সংখ্যালঘুদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রবিবার রাজ্য বিজেপির দফতরে সাংবাদিক বৈঠকে এমন গুরুতর অভিযোগ করলেন দিলীপ ঘোষ।
বঙ্গ বিজেপির সভাপতির দাবি, সংখ্যালঘুদের বোড়ে হিসেবে ব্যবহার করছে তৃণমূল। এনিয়ে সংখ্যালঘু সমাজকে এবার ভাবনার সময় এসেছে।

লোকসভা ভোটের ফলপ্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার খবর পাওয়া গিয়েছে। ভাটপাড়া রীতিমতো হয়ে উঠছে যুদ্ধক্ষেত্র। গতকালও পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করেছে বিজেপি। গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়েছেন এক ছাত্র সহ দুই বিজেপি কর্মী। রাজ্যে অশান্তির জন্য তৃণমূল নেত্রীকে কাঠগড়ায় তুললেন দিলীপ ঘোষ। তাঁর কথায়,"লাগামছাড়া কথা বলছেন তৃণমূল নেতারা। দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ করছেন মুখ্যমন্ত্রী।
পুলিশ সামলাতে পারছে না। মানুষের রাগ সরকারের উপরে পড়ছে। রাজ্যে আইনশৃঙ্খলা ঠিক নেই। মারপিট, খুনোখুনি হয়েই চলেছে''।                   
এই রাজ্যে অশান্তি ছড়াতে মুসলিম যুবকদের শাসক দল পরিকল্পনা মাফিক ব্যবহার করছে বলেও অভিযোগ করেন দিলীপ ঘোষ। তাঁর কথায়,"সংখ্যালঘুদের বোড়ে হিসেবে ব্যবহার করছে তৃণমূল। তাঁরা মারা যাচ্ছেন, নয়তো মারছেন। কোনও রাজনৈতিক পার্টির হাতিয়ার হওয়া উচিত নয়। এই সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজতে হবে সংখ্যালঘু সমাজকে।''
এর পরে রাজ্যে রাষ্ট্রপতি শাসন প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, বাংলায় লাগাতার হিংসা চলছে। এখন বাংলার মানুষই ৩৫৬ ধারা চাইছেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.