Header Ads

আবার শ্লীলতাহানির ঘটনা শহরে! পুলিশের তৎপরতায় গ্রেফতার এক।

নজরবন্দি ব্যুরোঃ এক মাসে মহানগরীতে তিন তিনটি শ্লীলতাহানির ঘটনা ঘটলো। প্রথম ঘটনা এক্সসাইড মোড়ে। তারপর মোমিনপুরে আর আজ রবিবার এনআরএস হাসপাতালের সামনে। প্রথম দুটি ঘটনায় কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে উঠেছিল নানান প্রশ্ন। কিন্তু আজ কলকাতা পুলিশের তৎপরতায় অভিযুক্ত সাথে সাথে গ্রাফতার। ঘটনাটি হল আজ রবিবার সকালে বাকসাড়া-শিয়ালদহ রুটের একটি বাসে ওঠেন এক মহিলা। তাঁর সঙ্গে ছিলেন স্বামী এবং মেয়ে। চলন্ত বাসের মধ্যে ওয়েলিংটন ক্রসিংয়ের কাছে দুই যুবক ওই মহিলার শ্লীলতাহানি করে বলে অভিযো।
অভিযোগকারী মহিলা ১০০ নম্বরে ফোন করে পুলিশে খবর দেন। ফোন পেয়ে প্রায় সঙ্গে সঙ্গেই তৎপর হয় পুলিশ।এরপর ওই বাস থেকেই মহম্মদ খানকে গ্রেফতার করে পুলিশ। উলুবেড়িয়ার কুলগাছিয়া পটুয়াপাড়ার বাসিন্দা ওই ধৃত ব্যক্তি। তবে অন্য অভিযুক্ত পালিয়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, মুচিপাড়া থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে দ্রুত তদন্তের প্রক্রিয়া শুরু করা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে অন্য অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.