Header Ads

বিজেপি-তৃণমূল সংঘর্ষে ফের উত্তপ্ত ঘাটাল, গুরুতর আহত তৃণমূলের ৫

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরে একাধিকবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়েছে ঘাটাল। এবার ফের সেই একই ঘটনা ঘটল। রাজনৈতিক সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়াল ঘাটালে। শনিবার রাতে তৃণমূল পার্টি অফিসে হামলার ঘটনা ঘটে। অভিযোগের তির বিজেপির দিকে। ঘটনাটি ঘটেছে ঘাটালের মারিচ্যায়। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছে ৫ তৃণমূল কর্মী।
তৃণমূলের কর্মী সমর্থকদের অভিযোগ, গতকাল রাতে ঘাটাল থানার ৫ নং অঞ্চলের মারিচ্যা পার্টি অফিসে দলীয় বৈঠক চলছিল। সেই সময় লাঠি, রড নিয়ে অতর্কিতে হামলা চালায় বেশ কয়েকজন দুষ্কৃতি। ঘটনায় গুরুতর আহত ৫ তৃণমূল কর্মী। আহতদের ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মারিচ্যা বুথের তৃণমূলের সভাপতি পরেশ বরের মাথায় চোট লাগে। এই প্রসঙ্গে ওখানের বুথ সভাপতি জানিয়েছেন, "এদিন পার্টি অফিসে সাপ্তাহিক মিটিং চলাকালীন বিজেপির প্রায় ২৫ জন কর্মী আমাদের ওপর চড়াও হয়। প্রত্যেকের হাতেই লাঠি ছিল।
আমাদের সমর্থকদের মেরে পালিয়ে যায় ওরা। এরপর গ্রামের বাসিন্দারা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।"

যদিও এই অভিযোগ অস্বীকার করে বিজেপির পাল্টা দাবি, তাঁদের দলীয় বৈঠকে এসে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। ঘটনায় দু-জন গুরুতর আহত এবং একজন নিখোঁজে ইতিমধ্যেই ঘাটাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.