Header Ads

"বিপথে চালিত হয়ে বিজেপি তে যোগদান!" তৃণমূলে ফিরলেন ১৪০ জন কর্মী!

নজরবন্দি ব্যুরোঃ সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পর প্রতিদিনই কোথাও না কোথাও তৃণমূল ভেঙে নেতা কর্মীদের বিজেপি-তে যোগ দিতে দেখা গেছে। কিন্তু এবার দেখা গেল অন্য ছবি। দল ছেড়ে যাওয়া নেতা কর্মীদের ঘরে ফেরানোর উদ্যোগ নিল তৃণমূল।
বাঁকুড়ার বিষ্ণুপুরে এমনই উদ্যোগ নীল তৃণমূল জেলা নেতৃত্ব। আজ বিষ্ণুপুরের জয়পুর ব্লকে বিজেপি-তে চলে যাওয়া ৩৮টি পরিবার কে পুনরায় ফিরিয়ে আনা হল রাজ্যের শাসক শিবিরে। তৃণমূল সূত্রে খবর ৩৮টি পরিবারের ১৪০ জন এদিন বিজেপি ছেড়ে পুনরায় তৃনমূলে যোগ দিলেন। ওই ১৪০ জনের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা।
বিজেপি থেকে ঘরে ফেরা কর্মীদের বক্তব্য, তাঁরা তৃণমূলের সাথে থেই কাজ করতে চান। তাঁদের অভিযোগ বিজেপি বিপথে চালিত করেছিল একাধিক প্রতিশ্রুতি দিয়ে কিন্তু ভোট মিটতেই সেই প্রতিশ্রুতি ভুলে গেছে বিজেপি নেতারা। তৃণমূলের সাথে থেকেই জনগনের উন্নয়ন সাধন এখন তাঁদের একমাত্র লক্ষ বলে জানিয়েছেন ঘর বাপসিরা! 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.