Header Ads

আজ ব্রিটিশদের মুখোমুখি বিরাটরা। মাঠের আবহাওয়া কেমন? বৃষ্টি হবে? জেনেনি।

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপের মঞ্চে দ্রুত গতিতে বইছে নীল ঝড়। এখনও পর্যন্ত একটি ম্যাচে না হেরে অপরাজিত তকমা ধরে রেখেছে ‘মেন ইন ব্লু’। তবে আজ, রবিবাসরীয় দুপুরে বার্মিংহাম, এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে বইতে পারে নীলের বদলে কমলা ঝড়’। ব্রিটিশদের বিরুদ্ধে মাঠে নামার আগে ভারতীয় দলের জার্সি বদল হলেও বদল হয়নি টিম স্পিরিট। তাই একইরকম একাগ্রতা আত্মবিশ্বাস ও সামনের দিকে এগিয়ে যাওয়ার খিদে নিয়ে আজ ব্রিটিশ বধ করতে মাঠে নামবে কোহলি ব্রিগেড।তবে সকলেরই নজর বার্মিংহ্যামের আকাশের দিকে। বিশ্বকাপে এখনও পর্যন্ত বৃষ্টির কারণে চারটি ম্যাচ ভেস্তে গিয়েছে। বিশ্বকাপে এরকম আগে কখনও হয়নি।
এর মধ্যে ভারত ও নিউজিল্যান্ড ম্যাচও ভেস্তে যায়। এবার বিশ্বকাপে বারবার ব্যাঘাত ঘটিয়েছে বৃষ্টি। তবে সুখবর, আজ অন্তত বার্মিংহ্যামে বৃষ্টির সম্ভাবনা নেই। বরং বেশির ভাগ সময় রোদের দেখা মিলবে। মাঝে মাঝে অবশ্য মেঘের আনাগোনা চলবে। তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ফলে কিছুটা ড্রাই থাকবে পিচ। তাই খেলা ভেস্তে যাওয়ার কোনও সম্ভাবনাই নেই।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.