Header Ads

'জয় শ্রীরাম' স্লেগান যাতে শুনতে না হয় মুখ্যমন্ত্রীকে তাঁর জন্য বিশেষ ব্যবস্থা গোয়েন্দা বিভাগের।

নজরবন্দি ব্যুরোঃ বাংলার রাজনীতি এই মুহূর্তে সরগরম 'জয় শ্রীরাম' স্লেগান নিয়ে। বিজেপির এই স্লোগান শুনতেই রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষোভ ঘিরে গোটা বিতর্কের সূত্রপাত।এক প্রথম সারির সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের রুট নিয়ে এবা নড়েচড়ে বসেছে প্রশাসন। বাংলার গোয়েন্দা বিভাগকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যে সমস্ত রাস্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় যাবে, সেই রাস্তা সংলগ্ন এলাকা সম্পর্কে খোঁজ নিতে হবে গোয়েন্দা বিভাগকে।
 জানতে হবে কোন এলাকায় গেলে এই স্লোগান শুনতে হবে না। সেই এলাকা দিয়ে যাবে কনভয়। এমন নির্দেশ এসেছে বাংলার স্বরাষ্ট্রদফতর থেকে।

1 comment:

Theme images by lishenjun. Powered by Blogger.