ফের ভূস্বর্গে জঙ্গিদমনে বড়সড় সাফল্য সেনার।
নজরবন্দি ব্যুরোঃ ফের ভূস্বর্গে জঙ্গিদমনে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে এদিন গুলির লড়াইয়ে জঙ্গিদের এক গুপ্তচরকে নিকেশ করা হয়েছে। পাশাপাশি গুলির লড়াইয়ে নিহত হয়েছে এক জঙ্গিও।শোপিয়ানের চিত্রগ্রামে সেনার রাষ্ট্রীয় রাইফেল বাহিনীর একটি দল টহল দিচ্ছিল।
সেই সময়ই সেনার কাছে খবর যায়, এলাকায় রয়েছে জঙ্গিদের এক গুপ্তচর । তারপরই এলাকা ঘিরে ফেলে সেনা । শুরু হয় গুলির লড়াই । মৃতদের নাম ফিরদৌস আহমেদ ভাট, ও সাজাদ আহমেদ বলে জানা গিয়েছে। মৃতরা কুলগামের বাসিন্দা।
সেই সময়ই সেনার কাছে খবর যায়, এলাকায় রয়েছে জঙ্গিদের এক গুপ্তচর । তারপরই এলাকা ঘিরে ফেলে সেনা । শুরু হয় গুলির লড়াই । মৃতদের নাম ফিরদৌস আহমেদ ভাট, ও সাজাদ আহমেদ বলে জানা গিয়েছে। মৃতরা কুলগামের বাসিন্দা।

No comments