৪জি কে পিছনে ফেলে শুরু হল ৫জি-র পথ চলা।
নজরবন্দি ব্যুরোঃ ৪জি পিছনে ফেলে আরও উন্নত ইন্টারনেট ব্যবস্থা চলে আসল। দীর্ঘ গবেষনা শেষে ব্রিটেনে আনুষ্ঠানিকভাবে চালু হল ৫জি পরিষেবা। বাণিজ্যিকভাবে এই পরিষেবা চালু করল সে দেশের বিখ্যাত টেলিকম সংস্থা ইই। ৪জি নেটওয়ার্কের চেয়ে অনেক দ্রুতগতি পাওয়া যাবে ৫জি-তে। কিন্তু এর সুবিধা পেতে নতুন ৫জি চলবে এমন স্মার্টফোন নিতে হবে গ্রাহককে।
জানা যাচ্ছে, প্রথম পর্যায়ে বেলফাস্ট, বার্মিংহাম, কার্ডিফ, এডিনবার্গ, লন্ডন এবং ম্যানচেস্টারে সীমিত পরিসরে ৫জি নেটওয়ার্ক আনবে ইই। সামনের কয়েক সপ্তাহের মধ্যে ব্রিটেনে ৫জি সেবা চালু করার পরিকল্পনা করছে ভোডাফোনও। বলা হচ্ছে, বর্তমান ৪জি'র চেয়ে দ্বিগুণ গতি পাবেন ৫জি গ্রহকরা। ৫জি নেটওয়ার্কে পুরো এক সিজন টিভি শো ডাউনলোড করা যাবে মাত্র কয়েক মিনিটে। এছাড়া হাই গ্রাফিক্সের কনটেন্ট স্ট্রিম করা যাবে কোনরকম ব্রাফারিং ছাড়াই। এমনকি, ৪কে ভিডিও কলও করা যাবে এই ৫জি নেটওয়ার্কে। ফলে এবার থেকে ইন্টারনেট আরও দ্রুতগতির।
জানা যাচ্ছে, প্রথম পর্যায়ে বেলফাস্ট, বার্মিংহাম, কার্ডিফ, এডিনবার্গ, লন্ডন এবং ম্যানচেস্টারে সীমিত পরিসরে ৫জি নেটওয়ার্ক আনবে ইই। সামনের কয়েক সপ্তাহের মধ্যে ব্রিটেনে ৫জি সেবা চালু করার পরিকল্পনা করছে ভোডাফোনও। বলা হচ্ছে, বর্তমান ৪জি'র চেয়ে দ্বিগুণ গতি পাবেন ৫জি গ্রহকরা। ৫জি নেটওয়ার্কে পুরো এক সিজন টিভি শো ডাউনলোড করা যাবে মাত্র কয়েক মিনিটে। এছাড়া হাই গ্রাফিক্সের কনটেন্ট স্ট্রিম করা যাবে কোনরকম ব্রাফারিং ছাড়াই। এমনকি, ৪কে ভিডিও কলও করা যাবে এই ৫জি নেটওয়ার্কে। ফলে এবার থেকে ইন্টারনেট আরও দ্রুতগতির।

No comments