“তৃণমূল সরকার পড়ে যেতে পারে আগামী ছয় মাসের মধ্যেই”- দিলীপ ঘোষ।
নজরবন্দি ব্যুরোঃ বর্ধমান-দুর্গাপুর আসনে বিজেপির জয়ে এদিন দুর্গাপুরের পাঁচমাথার মোড় থেকে বিজয় যাত্রা উত্সবের আয়োজন করা হয়েছিল। দলের সেই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। ভোটের আগে বিজেপির স্লোগান ১৯-এ হাফ আর ২১-এ সাফ-র প্রসঙ্গ আনেন, বলেন এই নির্বাচনে তৃণমূল প্রায় হাফ হয়ে গিয়েছে। আত্মবিশ্বাসের সঙ্গে তিনি দাবি করেন,
আরও বেশ কয়েকটি আসন বিজেপির দখলে যেত। কিন্তু মারামারি করে, ভয় দেখিয়ে ছিনিয়ে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন যেভাবে রাজ্যের মানুষের আশীর্বাদ আর বিশ্বাস বাড়ছে, তাতে তৃণমূল সরকার পড়ে যেতে পারে আগামী ছয় মাসের মধ্যেই। বছর শেষের আগেই রাজ্যবাসীকে ফের ভোটের লাইনে দাঁড়াতে হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।

No comments