Header Ads

বাংলাদেশের কাছে হেরে কি বললেন আফ্রিকার অধিনায়ক

নজরবন্দি ব্যুরোঃ বাংলাদেশ বিশ্বকাপ ২০১৯এর পঞ্চম লীগ ম্যাচে দক্ষিণ আফ্রিকার দলকে ২১ রানের ব্যবধানে হারিয়ে দিয়েছে। দলের লাগাতার দ্বিতীয় হারের পর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু'প্লেসি সাংবাদিকে বৈঠকে বলেন "আজ আমরা নিজেদের পরিকল্পনার অনুযায়ী খেলতে পারিনি, লুঙ্গি এনগিডির এই টুর্নামেন্টের শুরুতেই আহত হওয়া আমাদের জন্য যথেষ্ট নিরাশাজনক, এটা আমাদের বিশ্বকাপে একটা আদর্শ শুরু নয়" তিনি আরও বলেন "৩৩০ রানের লক্ষ্য তাড়া করা যেতে পারত, আমারা সকলেই শুরুটা ভাল পেয়েছিলাম, কিন্তু আমাদের ব্যাটসম্যানরা বড়ো ইনিংস খেলতে ব্যর্থ হয়েছে।
 গ্রাউন্ডসম্যানের সঙ্গে কথাবার্তা বলার পর, আমি টসের সময় ভাবছিলাম, যে এই উইকেট যথেষ্ট দ্রুত আর বাউন্সি হবে, কিন্তু আমাদের আশানুরূপ উইকেট খেলেনি। লুঙ্গিকে ছাড়াই আমাদের কম সে কম স্কোরে ওদের আউট করা উচিত ছিল। আমরা শেষের ৫ ওভারে অনেক বেশি রান খরচা করেছি। লুঙ্গির হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে, এই জন্য আমার বিশ্বাস নেই যে ও আগামি এক সপ্তাহ পর্যন্ত খেলতে পারবে। যদিও ডেল স্টেইন বোলিং প্র্যাকটিস শুরু করে দিয়েছে, এই কারণে আশা রয়েছে যে ও দ্রুতই আমাদের দলের অংশ হবে"।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.