Header Ads

যারা 'তোলা' তুলেছেন তারা তোলাবাজির টাকা ফেরত দিন, দলের নেতা-কর্মীদের নির্দেশ মমতার।

নজরবন্দি ব্যুরোঃ তোলাবাজির টাকা ফেরত দিতে দলের নেতা-কর্মীদের নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি প্রকল্পের সুবিধা বণ্টন বা অন্য নানা অছিলায় শাসক দলের নেতা-কর্মীদের একাংশ যে মানুষের থেকে তোলা তুলছেন, সেই অভিযোগ নানা সময়ে মমতা নিজেই প্রকাশ্যে এনেছেন। লোকসভা ভোটের পরে ফলাফল পর্যালোচনা করতে গিয়ে এই অভিযোগ আরও বেশি করে ভাবাচ্ছে তৃণমূল নেত্রীকে। এ সব দুর্নীতি বরদাস্ত করবেন না বলে হুঁশিয়ারিও দিয়ে তিনি বলেন, “চোরেদের আমি দলে রাখব না”।মঙ্গলবার নজরুল মঞ্চে রাজ্যের সব পুরসভার কাউন্সিলর ও চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, গরিবদের জন্য ‌বাংলার বাড়ি তৈরি করা হয়েছে।

 সেখান থেকে ২৫ হাজার টাকা করে কমিশন নেওয়া হয়েছে। সমব্যথী ও কন্যাশ্রী প্রকল্প থেকেও ২০০ টাকা করে কমিশন নেওয়া হয়েছে। সরকারি প্রকল্প “‌বাংলার বাড়ি'” সকলের জন্য। ২৫ শতাংশ কাটমানি যাঁরা নিয়েছেন, তাঁদের মধ্যে অনেকেই বিজেপি-তে পালিয়ে গেছেন। যাঁরা এই কাটমানি নিয়ে এখন দলে আছেন, তাঁরা এই টাকা ফেরত দেবেন। ভবিষ্যতে এমন কাজ করবেন না। তিনি এদিন এ-ও বলেন, ‌দল ছেড়ে যাঁরা গেছেন তাঁরা যদি পায়ে ধরে ফেরত আসতে চান, তাহলেও নেওয়া হবে না। পুরনোদের দলের কাজে ফেরাতে হবে। তৃণমূল দুর্বল নয়। ১৫-২০ জন কাউন্সিলর চলে গেছেন। তাতে বয়ে গেছে আমার। নতুনদের টিকিট দেওয়া হবে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.