Header Ads

কোনটা সত্যি? বদলে যাওয়া বিহার,নাকি বিহার আছে বিহারেই৷

অরুনাভ সেনঃ রাজ্য জুড়ে শিশু মৃত্যুর মিছিল,তিনি অবশ্য বিহারের স্বাস্থ্যমন্ত্রী, এনসেফ্যালাইটিস নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন সাংবাদিকদের মুখোমুখখি৷ছবিটা একেবারে হুবুহু এই রকম৷একপাশে বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে এবং অন্যপাশে স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনীকুমার চৌবে। বিহারে এনসেফ্যালাইটিসের প্রকোপ থেকে উদ্ধার করতে সরকার কী পদক্ষেপ করেছে এবং কী পদক্ষেপ করতে চলেছে তাই নিয়েই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।খুবই স্বাভাবিক এনসেফেল্যাইটিস ক্রমেই যেন মারন রোগ হয়ে উঠছে বিহারে৷মৃত্যুর শিকার হয়েছে একশোর বেশি শিশু৷স্বভাবতই উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী থেকে সবাই৷উদ্বিগ্ন দেশের আম-জনতা৷
কিন্তু তিনি মগ্ন ক্রিকেটে!পাকিস্থানের কটা উইকেট পড়ল সেই চিন্তায়!তিনি বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডে,রাজ্যের সব মানুষের স্বাস্থ্যের মতন গুরুত্বপূর্ন দপ্তরের মন্ত্রী হয়েও,গুরুগম্ভীর সাংবাদিক সন্মেলনে বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে হঠাৎই এক সাংবাদিককে জিজ্ঞাসা করেন, ‘ক’টা উইকেট পড়ল?’সাংবাদিক অবশ্য স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় যার উত্তরে বলেন‘চার উইকেট’।হয়ত মন্ত্রীর প্রশ্ন,সাংবাদিকের উত্তরের মধ্যে কোনও অস্বাভাবিকত্ব নেই,কিন্তু প্রশ্নটা সেখানে নয়,প্রশ্নটা এমন হতে পারে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে নিয়ে নানা বীরগাথার কাহিনী শোনা যায়,যে বিহারকে তিনি নাকি বদলে দিয়েছেন,মাফিয়ারাজ নেই,রাজ্যে সর্বত্র শান্তি,রাজ্যে সব মানুষের জন্য শিক্ষা,স্বাস্থ্য থেকে যাবতীয় অধিকার নাকি সুনিশ্চিত!যদি সেটি বাস্তবে হয়েই থাকে ভাল,কিন্তু নীতিশ কুমারের মন্ত্রীসভার গুরুত্বপূর্ন সদস্য যিনি স্বাস্থ্যমন্ত্রীও বটে সেই মঙ্গল পান্ডে, তিনি কিভাবে অত গুরুত্বপূর্ন বিষয়ের মত সাংবাদিক সন্মেলনে সাংবাদিককে পাকিস্থানের কটা উইকেট পড়ল জিজ্ঞেস করতে পারেন?হ্যাঁ ভারত-পাক ক্রিকেটের উত্তেজনা,থ্রিলার,আবেগ থেকে দুই দেশের বেশীরভাগ মানুষ নিজেদের সরিয়ে রাখতে পারেন না৷
বিহারের স্বাস্থ্যমন্ত্রীও মানুষ,তিনিও ভারত-পাক ক্রিকেটের উত্তেজনার আঁচ থেকে নিজেকে সরিয়ে রাখতে পারেন নি৷সবটা ঠিক,কিন্তু তিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী,কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সাংবাদিক সন্মেলনে সাংবাদিককে করা তার প্রশ্ন পাকিস্থানের কটা উইকেট পড়ল আসলে তার দফতরের প্রতি দায়বদ্ধতা,এনসেফ্যালাইটিসে মৃত শিশুর পরিবারের প্রতি দায়বদ্ধতা,তথা সামগ্রিক ভাবে বিহারে শিশুদের জন্য মারন রোগ হয়ে ওঠা এনসেফ্যালাইটিসের প্রকোপ কিভাবে কমানো যায় সেই বিষয়ে তার সিরিয়াসনেস নিয়ে প্রশ্ন উঠবে৷অর্থাৎ মেনস্ট্রীম মিডিয়ায় নীতিশ কুমার যতই নায়কের মর্যাদা পান,কিংবা তার শাসনকালে নাকি বিহার বলতে আমদের কল্পনায় যে ছবি উঠে আসে সামগ্রিক ভাবে সেই চিত্র নাকি একেবারে বদলে দেওয়ার কৃতিত্ব যিনি দাবি করতে পারেন সেই নীতিশ কুমারের মন্ত্রীসভায় এমন গুনী মানুষরা বা কিভাবে স্থান পান? বিহারে মারনরোগ হয়ে ওঠা এনসেফ্যালাইটিসে একশোর বেশি শিশুর মৃৃত্যু হল,অথচ সেই গুরুত্বপূর্ন বিষয়ে আলোচনার সময় বিহারের স্বাস্থ্যমন্ত্রীর পাকিস্থানের কটা উইকেট পড়ল সেটা জানতে ইচ্ছা করল? অথচ এনসেফ্যালাইটিসের মতো এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে রোগে আক্রান্ত হয়ে বিহারে ১০০,র বেশী শিশুর মৃত্যু হয়েছে, সেটা নিয়ে কথা বলার সময় ভারত-পাক ম্যাচের স্কোর জানতে চাইছেন স্বাস্থ্যমন্ত্রী!
‘‘রাজ্য থেকে এনসেফ্যালাইটিস দূরীকরণ নিয়ে সরকারের পরিকল্পনার কথা হর্ষ বর্ধন যখন সাংবাদমাধ্যমের সামনে বলছেন, পাণ্ডে তখন ক্রিকেট স্কোর জানতে বেশি আগ্রহী!সত্যিই বিহারের স্বাস্থ্যমন্ত্রীর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলা উচিৎ নয় কী?এত শিশুর মৃত্যু যার হৃদয়কে ব্যথিত করেনা,যিনি বিহারে শিশুদের জন্য মারনরোগ হয়ে ওঠা এনসেফ্যালাইটিসের দূরীকরন সম্পর্কে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর গুরুত্বপূর্ন সাংবাদিক সন্মেলনে পাকিস্থানের কটা উইকেট পড়ল,সেই খবর জানতে বেশি আগ্রহী,সেই মানুষটির অর্থাৎ বিহারের স্বাস্থ্যমন্ত্রীর রাজ্যের মানুষের স্বাস্থ্য সুরক্ষার প্রতি দায়বদ্ধতা থেকে মৃত শিশুর পরিবারদের পাশে থাকার বদলে অগ্রাধিকার ক্রিকেট!তাই তো সবার প্রশ্ন বদলে যাওয়া বিহার নাকি বিহার আছে বিহারেই!যেখানে স্বাস্থ্যমন্ত্রী শিশুমৃত্যুর আগে ক্রিকেটের খবর চান?

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.