Header Ads

শিশুদের ডান্স রিয়েলিটি শো বা অন্য কোনও অনুষ্ঠানের উপর কড়া নির্দেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের।

নজরবন্দি ব্যুরোঃ যেটা অনেক দিন আগেই করা উচিৎ ছিল সেটা অবশেষে হচ্ছে। শিশুদের কদর্যভাবে টেলিভিশনের ডান্স রিয়েলিটি শো বা অন্য কোনও অনুষ্ঠানে উপস্থাপন করা যাবে না। দেশের সমস্ত বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলকে এমনটাই জানিয়ে দিল কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রক। তথ্য ও সম্প্রচার মন্ত্রক একেবারে নোটিশ দিয়ে কয়েকটি ডান্স রিয়েলিটি শো-কে জানিয়ে দিয়েছে এই নির্দেশের কথা। বলা হয়েছে, শিশুরা যে নৃত্যশৈলী প্রদর্শন করে তা আসলে চলচ্চিত্রে বা অন্য বিনোদন মাধ্যমে সাবালকেরা করে থাকে।
 সেসবই নাবালকদের দিয়ে করানো হচ্ছে। এই ধরনের উপস্থাপনা কম বয়সীদের জন্য সঠিক নয়। এই ধরনের ঘটনায় শিশুদের ওপরে বিরূপ প্রভাবও পড়তে পারে।১৯৯৫ সালের কেবল টিভি রেগুলেশন আইন অনুযায়ী এমনটাই নির্দেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের। এখন থেকে এমন অনুষ্ঠান টিভিতে করা যাবে না যা শিশু মনে প্রভাব ফেলে, তাঁদের বিব্রত করে। খারাপ ভাষা প্রয়োগ ও ভয়ঙ্কর ও যৌন দৃশ্যের ক্ষেত্রেও নানা বিধিনিষেধ রয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.