Header Ads

ইংল্যান্ডের মাটিতে দুরন্ত শচীন পুত্র অর্জুন !

নজরবন্দি ব্যুরো: বাবা বিখ্যাত ক্রিকেটার। অনেকে তাঁকে ক্রিকেট ভগবানের সঙ্গে তুলনা করেন। এই চাপ মাথায় নিয়েই খেলে যেতে হচ্ছে অর্জুন তেন্ডুলকারকে। ইতিমধ্যেই ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলে সাফল্য পেয়েছেন।
এবার ইংল্যান্ডেও শোরগোল ফেলে দিলেন অর্জুন। ১৯ বছরের তরুণ এমসিসির ইয়ং ক্রিকেটারস দলের হয়ে খেলছেন সারের দ্বিতীয় দলের বিরুদ্ধে। সোমবার তিনি আগুনে বোলিং করলেন। বাঁহাতি পেসার অর্জুন বোল্ড করে দিয়েছেন সারের দ্বিতীয় দলের ব্যাটসম্যান ন্যাথান টিলিকে। অর্জুনের দ্রুতগতির বলটা বুঝতেই পারেননি টিলি। সোজা গিয়ে ধাক্কা মারে তাঁর অফ স্টাম্পে।
মাত্র চার রান করেই আউট হয়ে যান টিলি। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, "অর্জুন তেন্ডুলকার দুরন্ত বল করল। দারুণ বলে ফেরালেন টিলিকে।" ১১ ওভার বল করেছেন অর্জুন। ২ উইকেট নিয়েছেন। দিয়েছেন ৫০ রান। দুটো মেডেন পেয়েছেন।
নতুন বলে ভালই বল করেছেন শচীন পুত্র অর্জুন। সারে অবশ্য প্রথম ইনিংসে ৩৪০/‌৬ তুলেছে। জবাবে ২২৭ রানে পিছিয়ে আছে অর্জুনের দল। হাতে আছে আর মাত্র চার উইকেট। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.