Header Ads

তৈরি হচ্ছে ফুটবলার কৃশানু দে'র বায়োপিক।

নজরবন্দি ব্যুরোঃ শেষ বাঙালি শিল্পী ফুটবলার কৃশানু দে'র জীবনের উপর এবার তৈরি হচ্ছে ওয়েব সিরিজ। বঙ্গ ফুটবল সুপারস্টারের বায়োপিক নিয়ে ওয়েব সিরিজ তৈরি করতে চলেছে 'টিভিওয়ালা মিডিয়া'। প্রযোজনায় 'জ্যোতি প্রোডাকশন'। ক্রিয়েটিভ প্রোডিউসর হিসাবে রয়েছেন সৌভিক দাশগুপ্ত ও সারণ দত্ত। এক্সিকিউটিভ প্রোডিউসর সায়ন চক্রবর্তী ও মহাশ্বেতা চক্রবর্তী। আট এপিসোডের ওয়েব সিরিজের পরিচালনার দায়িত্বে রয়েছেন কোরক মুর্মু। কৃশানু দে'র বায়োপিক মুক্তি পাবে এক্সক্লুসিভলি 'জি ফাইভ' প্ল্যাটফর্মে।
 আগামী আগস্ট মাসে মুক্তি পাবে এই সিরিজ। কৃশানুর ছোটবেলা থেকে শুরু করে সুপারস্টার হয়ে ওঠা, ওয়েব সিরিজে তুলে ধরা হবে।কৃশানুর চরিত্রে অভিনয় করবেন মহারাষ্ট্রের অনুরাগ উরহাম। বছর আঠাশের অনুরাগ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়ার স্নাতক। উচ্ছ্বসিত অনুরাগ বলছিলেন, 'প্রথমে যখন জানতে পারি এত বড় প্রোজেক্টের আমি মুখ্য চরিত্র, খুব এক্সাইটেড ছিলাম। ফুটবল অত বেশি ফলো করি না। তবে কলকাতায় এসে কৃশানু দে'র প্রতি বাঙালিদের আবেগটা ভাল রকম ভাবে বুঝতে পারছি।'

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.