তৃণমূল-বিজেপি সংঘর্ষ, ধুন্ধুমার পশ্চিম মেদিনীপুরে
নজরবন্দি ব্যুরো: নির্বাচনের ফল ঘোষণার পর থেকে উত্তপ্ত রাজ্যের একাধিক এলাকা। আজ তৃণমূল বিজেপি সংঘর্ষে ফের অশান্ত হয়ে ওঠে পশ্চিম মেদিনীপুর। তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর ও কর্মীদের মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর নারায়ণগড়ে ৩নং নারমা অঞ্চলের মনিনাথপুর এলাকায়।
তৃণমূলের কর্মী সমর্থকদের অভিযোগ, বিজেপি কর্মীদের বিজয় মিছিল যাচ্ছিল। মিছিল চলাকালীনই অতর্কিত তৃণমূল কর্মীদের ওপর চড়াও হয় বিজেপি সমর্থকরা। তাদের মারধর করা হয় তাঁদের, এমনকি তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। ঘটনায় দু-পক্ষের বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে বিজেপি কর্মীরা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। উল্টে বিজেপির অভিযোগ, হঠাৎ করে তৃণমূলের কর্মী সমর্থকেরা পুলিশকে সঙ্গে নিয়ে বিজেপি কর্মীদের মারধর করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

No comments