প্রায় ৩ বছর পরে পুনরুদ্ধার সিপিআই(এম) এর কার্যালয়!
নজরবন্দি ব্যুরো: দলের সমর্থকদের হাত ধরেই দলীয় কার্যালয় পুনরুদ্ধার করল সিপিআই(এম)। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর কামাখ্যাগুড়ির শান্তিনগরের সিপিআই(এম) পার্টি অফিসের দখল নিয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেস।
রবিবার সেই পার্টি অফিসকেই তৃণমূলের দখল থেকে মুক্ত করল সিপিআই(এম) সমর্থকরা। আজ থেকেই সেখানে দলের কাজকর্ম শুরু হওয়ার কথা। সিপিআই(এম) -এর প্রয়াত কুমারগ্রাম জোনাল কমিটির সম্পাদক গরেন রায়ের নামে কার্যালয়টির নামকরণ করা হয়েছে গরেন রায় ভবন।

No comments