Header Ads

রাজ্য পুলিশে চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ!

নজরবন্দি ব্যুরো: এবারের লোকসভা নির্বাচনে প্রথম হারের মুখ পড়তে হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে। নিয়োগ নিয়ে অনীহা ও অস্বচ্ছতার অভিযোগ তুলে বার বার রাস্তায় নামতে দেখা গিয়েছে পরীক্ষার্থীদের।
যদিও সরকার সেই প্রতিবাদ আন্দোলনকে কোনও দিন সেইভাবে গুরুত্ব দেয় নি। কিন্তু নির্বাচনে হারের মুখ দেখার পরে, নিয়োগ নিয়ে কিছুটা উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। এমনটাই মনে করছে পরীক্ষার্থীরা।

পশ্চিমবঙ্গ ইন্টেলিজেন্স ব্রাঞ্চে নিয়োগ করবে রাজ্য সরকার। অন্যান্য বেশকিছু পদের সঙ্গে নিয়োগ হবে ডেটা এন্ট্রি অপারেটর পদেও। যদিও এই নিয়োগ অস্থায়ী ও চুক্তিভিত্তিক। শূন্যপদ ১০ টি। প্রার্থীর বয়স হতে হবে ২১থেকে ৪৫ বছরের মধ্যে। প্রার্থীকে কমকরে স্নাতক হতে হবে।  সঙ্গে থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট। বেতন প্রতি মাসে ১১ হাজার টাকা।

আবেদনের পদ্ধতি : www.policewb.gov.in – এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম।
পূরণ করার পরে পাঠাতে হবে নিম্নলিখিত ঠিকানায়।
অ্যাডিশনাল ডিরেক্টর জেনেরাল অফ পুলিশ
আই বি, পশ্চিমবঙ্গ
১৩, লর্ড সিনহা রোড
কলকাতা- ৭০০০৭১
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১০ জুলাই। আবেদনপত্র খতিয়ে দেখে যোগ্য প্রার্থীদের পরীক্ষার বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে নিম্নলিখিত নথির স্ব-প্রত্যয়িত নকলঃ-

১. শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সার্টিফিকেট
২. বয়সের প্রমাণ হিসেবে জন্ম-শংসাপত্র অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
৩. ঠিকানার প্রমাণপত্র

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.