Header Ads

বাংলার বুকে নাশকতার ছক? শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে গ্রেফতার ৪ জামাত জঙ্গি!

নজরবন্দি ব্যুরোঃ কলকাতা থেকে ধৃত ৪ JMB জঙ্গি। গতকাল শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে তাঁদের গ্রেফতার করেছে কলকাতা পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স । ধৃতদের পুলিসি এফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়েই জঙ্গিদের ধরতে হাওড়া ও শিয়ালদহ জুড়ে জাল বিছিয়ে নেয় এসটিএফ। এরপরই পাকড়াও হয় ২ জঙ্গি।
 তাদের জিজ্ঞাসাবাদ করতেই হদিশ মেলে আরও ২ জঙ্গির। জানা যায় এরা সকলেই বাংলাদেশের নাগরিক। আজ ধৃতদের ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে। প্রসঙ্গত, বাংলাদেশ জুড়ে জঙ্গি সংগঠন আইএসাআইএস নিজের বিস্তার বাড়িয়ে চলেছে। আর আইএস-এরই আরও এক সংগঠন এই জামাত।এরা কলকাতায় ঘাঁটি তৈরির করার উদ্দ্যেশ্যে এসেছিল বলে খবর। এরা মূলত জামাতের হয়ে অর্থ সংগ্রহের কাজ করত।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.