বাংলার বুকে নাশকতার ছক? শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে গ্রেফতার ৪ জামাত জঙ্গি!
নজরবন্দি ব্যুরোঃ কলকাতা থেকে ধৃত ৪ JMB জঙ্গি। গতকাল শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে তাঁদের গ্রেফতার করেছে কলকাতা পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স । ধৃতদের পুলিসি এফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়েই জঙ্গিদের ধরতে হাওড়া ও শিয়ালদহ জুড়ে জাল বিছিয়ে নেয় এসটিএফ। এরপরই পাকড়াও হয় ২ জঙ্গি।
তাদের জিজ্ঞাসাবাদ করতেই হদিশ মেলে আরও ২ জঙ্গির। জানা যায় এরা সকলেই বাংলাদেশের নাগরিক। আজ ধৃতদের ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে। প্রসঙ্গত, বাংলাদেশ জুড়ে জঙ্গি সংগঠন আইএসাআইএস নিজের বিস্তার বাড়িয়ে চলেছে। আর আইএস-এরই আরও এক সংগঠন এই জামাত।এরা কলকাতায় ঘাঁটি তৈরির করার উদ্দ্যেশ্যে এসেছিল বলে খবর। এরা মূলত জামাতের হয়ে অর্থ সংগ্রহের কাজ করত।
তাদের জিজ্ঞাসাবাদ করতেই হদিশ মেলে আরও ২ জঙ্গির। জানা যায় এরা সকলেই বাংলাদেশের নাগরিক। আজ ধৃতদের ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে। প্রসঙ্গত, বাংলাদেশ জুড়ে জঙ্গি সংগঠন আইএসাআইএস নিজের বিস্তার বাড়িয়ে চলেছে। আর আইএস-এরই আরও এক সংগঠন এই জামাত।এরা কলকাতায় ঘাঁটি তৈরির করার উদ্দ্যেশ্যে এসেছিল বলে খবর। এরা মূলত জামাতের হয়ে অর্থ সংগ্রহের কাজ করত।

No comments